সিরিয়ার রাজধানী দামেস্কের কেন্দ্রস্থলে বুধবার প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম। সিরিয়ার গৃহযুদ্ধ পরিস্থিতি পর্যবেক্ষণ নিয়োজিত জাতিসংঘ মিশনের সদস্যদের ব্যবহৃত একটি হোটেলের পাশে বিস্ফোরণটি সংঘটিত হয়। বিস্ফোরণে কেউ মারা না গেলেও তিনজন আহত হওয়ার খবর স্বীকার করা হয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় প্রচারমাধ্যমে।
হোটেলের পাশেই জ্বালানি ভর্তি একটি ট্রাকে পেতে রাখা বোমাই বুধবার সকালের বিস্ফোরণের কারণ বলে দাবি করা হয় সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে। এর নিকটেই সামরিক ঘাঁটি এবং সিরীয় ট্রেড ইউনিয়নের প্রধান কার্যালয় অবস্থিত বলে জানা গেছে।
বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলের দিকে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকে ছুটে যেতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে বলে জানায় তারা।
বিস্ফোরণের ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি জাতিসংঘ পর্যবেক্ষণ মিশন। তবে এ ব্যাপারে সিরিয়ার সরকার বিরোধী লোকাল কো-অর্ডিনেশন কমিটির মুখপাত্র একটি আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানান, মূল বিস্ফোরণটির কাছাকাছি সময় আরো কয়েকটি ছোট বিস্ফোরণ সংঘটিত হয়।
এ ব্যাপারে সিরীয় পার্লামেন্টের সদস্য শরীফ শাহিদা সাংবাদিকদের জানান, বিস্ফোরণে কেউ মারা না গেলেও অল্প কয়েকজন আহত হয়েছেন। এছাড়া কোনো সামরিক লক্ষবস্তু বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়নি বলেও দাবি করেন তিনি।
উল্লেখ্য, সহিংসতা শুরুর পর এর আগেও বেশ কয়েকবার ভয়াবহ বিস্ফোরণ আঘাত হানে দামেস্কে। গত মাসে সিরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত অনুরুপ এক বোমা বিস্ফোরণে প্রেসিডেন্ট বাশার আল আসাদের ঘনিষ্ঠ তিন সহযোগী প্রাণ হারান।