ঈদ সামনে রেখে বাজারে এসেছে অনেক নতুন অ্যালবাম। এ পর্যন্ত বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের প্রায় ৭০টি অ্যালবাম বাজারে এসেছে। এর মধ্যে নতুন শিল্পীদের অ্যালবামের সংখ্যাই বেশি।
জি-সিরিজ
বরাবরের মতো এবারও সবচেয়ে বেশি অ্যালবাম বাজারে এনেছে জি-সিরিজ। তাদের উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে— বাপ্পা মজুমদারের অষ্টম একক অ্যালবাম ‘বেঁচে থাক সবুজ’। এতে গান লিখেছেন শংকর সাঁওজাল, রাসেল ও’ নীল, বাপ্পা মজুমদার, শাহান কবন্ধ, মাস্ মাসুম, জয় শাহরিয়ার, স্বপ্নীল, ইন্দ্রনীল চট্টপাধ্যায়, রানা, ডিপান ও ওয়াজীহ রাজীব। সবগুলো গানের সুর ও সংগীত করেছেন বাপ্পা। এছাড়া এই অ্যালবামে তুমি রবে নীরবে রবীন্দ্রসংগীতটিও গেয়েছেন তিনি। অ্যালবামে স্থান পেয়েছে ১২টি গান।
‘আকাশ দেবো কাকে’। এটি অভিনেত্রী তারিনের প্রথম একক অ্যালবাম। অ্যালবামের ৪টি দ্বৈত আর ৬টি একক গানের সবকটি লিখেছেন জুলফিকার রাসেল। দ্বৈতকণ্ঠের গানগুলোতে তারিনের সহশিল্পী হিসেবে আছেন তপন চৌধুরী, ইবরার টিপু, কলকাতার রূপঙ্কর ও রাঘব চ্যাটার্জি। গানগুলোর সুর করেছেন বাপ্পা মজুমদার, ইবরার টিপু, জয় সরকার, রূপঙ্কর ও বেলাল খান।
‘আজব রঙ্গিলা’। ক্লোজআপ ওয়ান খ্যাত গায়ক পূর্ণর দ্বিতীয় অ্যালবাম এটি। যথারীতি এতে রয়েছে লোক সংগীত। অ্যালবামের একটি গান সংগৃহীত। বাকি গানগুলোর গীতিকার ও সুরকাররা হচ্ছেন- তুহিন, পূর্ণ, লেলিন, বাবু, কবি রায়হান ও বাসু। সংগীত পরিচালনা করেছেন ইফতেখার লেলিন।
এই সময়ের তরুণ ও অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খানের সুর ও সংগীতে মিমির তৃতীয় একক অ্যালবাম ‘আড়াল’। এ অ্যালবামটিতে মিমির কণ্ঠে রয়েছে ৮টি গান। লিখেছেন মিলন মাহমুদ ও মাহবুব আর. গুঞ্জন।
‘ভালবাসি তোমাকে’ নামে গত বছর রোজার ঈদে কাহিনীভিত্তিক কথোপকথন ও আবৃত্তির সাথে গান নিয়ে একটি অ্যালবাম প্রকাশিত হয়েছিল। সেই অ্যলবামের ধারাবাহিকতায় এবারে প্রকাশিত হলো ‘ভালবাসি তোমাকে ২’। আয়োজক সন্ধির আয়োজনে এই অ্যালবামে গানের কথা ও সুর দিয়েছেন- ঊর্মি নূর বিনতে গিয়াস, সভ্যতা, গ্যাব্রিয়েল সুমন, সন্ধি, লিজেন রেজা ও শাহান কবন্ধ। গান ও কথোপকথনে কণ্ঠ দিয়েছেন- ইরেশ যাকের, সভ্যতা, মিফতাহ্ জামান, জয়িতা, অভিক, লিজেন, সোমা, আরিফুল হক, বাপ্পা মজুমদার, সাকিব চৌধুরী, এলিটা, মাহাদি, পলবাশা।
জয় শাহরিয়ারের নির্ঝর ব্যান্ডের অ্যালবাম ‘কে তুমি কার’। মাত্র ১টি গানের এই অ্যালবামে গানটির নামেই নামকরণ করা হয়েছে অ্যালবামটির। গানটি লিখেছেন শাহান কবন্ধ। সুর করেছেন জয়।
তৌসিফ ফিচারিং লিজা পার্ট- ১। ক্লোজআপ ওয়ান খ্যাত লিজার এই অ্যালবামের সবগুলো গানের সুর করেছেন এই সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক তৌসিফ। গান লিখেছেন তৌসিফ, আই.আর সুজন, ফয়সাল রাব্বীকিন, মিলন, রবিউল ইসলাম জীবন ও সারোয়ার সুমন।
গীতিকার জুলফিকার রাসেলের আয়োজনে বাংলাদেশের কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর সাথে ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী সনু নিগম, জাভেদ আলীকে নিয়ে অ্যালবাম ‘পরস্পর ২’। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও জেমকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় অ্যালবামের সবগুলো গানের রচয়িতা জুলফিকার রাসেল।
অ্যালবামে প্রত্যেকে দুটি করে গান গেয়েছেন। ভারতের জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক জয় সরকার ৫টি গানে সুর দিয়েছেন। পিলু খান ২টি ও রূপঙ্কর বাগচী ১টি গানে সুর দিয়েছেন। সংগীত পরিচালনা করেছেন জয় সরকার ও ইন্দ্রজিৎ দে।
মিলন মাহমুদের ‘ভাঙ্গা ঘর’। যথারীতি সবগুলো গানের কথা ও সুর করেছেন মিলন মাহমুদ। এটি তার ৭ম অ্যালবাম।
তরুণ গায়ক এফএ সুমনের দ্বিতীয় একক অ্যালবাম ‘সখিরে’। সবগুলো গানের সুর করেছেন এফএ সুমন। গান লিখেছেন রবিউল ইসলাম জীবন, ইবু, নাঈম তালুকদার ও সোহাগ ওয়াজিউল্লাহ। এই প্রজন্মের সংগীত শিল্পী এফএ সুমন। গান গাওয়ার চাইতে যার পরিচিতি সংগীত পরিচালক হিসেবে। এছাড়া আরো কিছু নবীন শিল্পীর অ্যালবাম প্রকাশ হয়েছে।
তৌসিফের ষষ্ঠ একক অ্যালবামের নাম এখনও ঠিক হয়নি। এটি তৌসিফের ষষ্ঠ একক অ্যালবাম। প্রকাশের অপেক্ষায় রয়েছে। নাম ঠিক না হওয়া এই অ্যালবামের সবগুলো গানের সুর দিয়েছেন যথারীতি তৌসিফ।
সংগীতা
হুমায়ূন আহমেদের লেখা যে গানগুলো বিভিন্ন নাটক ও চলচ্চিত্রে ব্যবহার হয়েছে, তা থেকে মোট ১৯টি গান নিয়ে সংগীতা প্রকাশ করেছে ‘হুমায়ূন আহমেদ স্মরণে’।
লেজার ভিশন
এবারের ঈদে লেজার ভিশন থেকে প্রকাশ হয়েছে নবীন-প্রবীণ শিল্পীদের বেশ কিছু অডিও সিডি, মিউজিত ভিডিও এবং ডিভিডি অ্যালবাম। উল্লেখযোগ্য অ্যালবামগুলোর মধ্যে রয়েছে— হুমায়ূন আহমেদেও শেষ চলচ্চিত্র ‘ঘেটপুত্র কমলা’র অডিও অ্যালবাম, দিলরুবা খানের ‘বেস্ট অব দিলরুবা’, এস ডি রুবেলের ‘চান্নি পসর’, মাহমুদ সানির ‘প্রার্থনা’, বেলাল খানের ‘আলাপন’, সালমার ‘প্রেমের জানাজা’, সেরাকণ্ঠ ঝিলিকের ‘ঝিলিক’। এছাড়া আরও কিছু নবীন শিল্পীর অ্যালবাম।
সিডি চয়েজ
এ বছর বেশ কয়েকটি গানের অ্যালবাম প্রকাশ করেছে সিডি চয়েস। এর মধ্যে আরফিন রুমি ফিচারিং কাজী শুভর ‘সাদামাটা-২’, শহীদের ‘এক জীবন টু’ এবং নির্ঝরের ‘স্বপ্নমুখী’।
অন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এটি এন মিউজিক, ডেডলাইন, ফাহিম, ইমপ্রেস অডিও ভিশন দু-একটি করে অ্যালবাম প্রকাশ করেছে।