বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক ও বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকাল ৬ টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
১৯৭৫ সালের আজকের এই দিনে ঘাতকেরা ও স্বাধীনতা বিরোধী শত্রুরা জাতির জনককে নির্মমভাবে হত্যা করে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, জাতীয় সংসদের স্পিকার অ্যাড.আব্দুল হামিদ, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতারা এই সময় উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ