আর মাত্র চার কি পাঁচ দিন পর ঈদুল ফিতর। এ ঈদের সরকারি ছুটি চাঁদ দেখার ওপর নির্ভর করে সাধারণত তিন থেকে দিন হয়ে থাকলেও এবার এর প্রায় তিন গুণ সময় ছুটিতে থাকার সুযোগ তৈরি হয়েছে। ঈদ ছাড়াও জাতীয় শোক দিবস, শবেকদর ও নিয়মিত সাপ্তাহিক ছুটি মিলিয়ে অন্তত ১১ দিনের দীর্ঘ ছুটির ফাঁদে পড়ছে দেশ।
এ ঈদের জন্য নির্ধারিত ছুটি আগামী শনিবার ১৯ আগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকলেও মূলত আগামীকাল বুধবার ১৫ আগস্ট থেকেই টানা ছুটি শুরু হয়ে যাচ্ছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ ছুটি থাকছে বুধবার। পরদিন বৃহস্পতিবার শবেকদরের ছুটি। এরপর শুক্র ও শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। এরই মধ্যে শনি বা রোববার থেকে শুরু হবে ঈদের ছুটি।
এর মানে হলো আগামী মঙ্গলবার পর্যন্ত ছুটি থাকছে ঈদের। এরপর কোনমতে ছুটি নিয়ে বুধ ও বৃহস্পতিবার কাটিয়ে দিতে পারলে শুক্র ও শনিবার ফের নিয়মিত সাপ্তাহিক ছুটি ভোগের সুযোগ পাবেন সরকারি চাকুরেরা। অনেকে এরই মধ্যে ওই দুই দিনের ছুটি পাসও করিয়ে নিয়েছেন।
এর ফলে ১৫ আগস্ট বুধবার ছুটিয়ে যাওয়া চাকুরেরা টানা ১১ দিন ছুটিতে কাটিয়ে আগামী ২৬ আগস্ট কর্মক্ষেত্রে ফিরতে পারবেন।
১১ দিনের টানা ছুঁটির এ ফাঁদ অর্থনীতিসহ দেশের সার্বিক অবস্থার জন্য ইতিবাচক না হলেও আনন্দে ভাসছেন সরকারি চাকুরেরা। পরিবার-পরিজনের সঙ্গে টানা ছুটির আনন্দ উপভোগ করতে এরই মধ্যে অনেকেই পরিবারকে বাড়ি পাঠিয়েছেন আগেই। যারা কোন কারণে এখনও পাঠাতে পারেননি তারাও আজকালের মধ্যেই ঢাকা ছাড়ছেন।
এর ফলে টানা ১১ দিনের জন্য কর্মব্যস্ত রাজধানী ঢাকা অনেকটা নীরব ও ফাঁকা থাকার সম্ভাবনা তৈরি হয়েছে।