১০ দিনে ৪০ কোটি ডলার রেমিটেন্স

১০ দিনে ৪০ কোটি ডলার রেমিটেন্স

অর্থবছরের প্রথম মাসের পর অগাস্টেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। চলতি মাসের প্রথম ১০ দিনে ৪০ কোটি ২৩ লাখ ডলার রেমিটেন্স এসেছে।

সোমবার বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স প্রবাহের এ তথ্য প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, জুলাই মাসের মতো অগাস্ট মাসেও ভালো রেমিটেন্স আসবে।

জুলাই মাসে ১১৯ কোটি ৩৮ লাখ ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। সর্বোচ্চ ১২২ কোটি ডলার রেমিটেন্স এসেছিল গত জানুয়ারিতে।

গত অর্থবছরের শেষ মাস জুনে ১০৭ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা।

রেমিটেন্স প্রবাহ বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভও বেড়েছে। সোমবার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ১০ বিলিয়ন ডলার।

গত অর্থ বছরে ১২ দশমিক ৮৫ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছিল, যা আগের অর্থবছরের চেয়ে ১০ দশমিক ২৬ শতাংশ বেশি।

২০১০-১১ তে রেমিটেন্সে প্রবৃদ্ধি হয়েছিল ৬ শতাংশ।

অর্থ বাণিজ্য