জাতীয় শোক দিবস বুধবার জাতি বিনম্র শ্রদ্ধা জানাবে জনককে

জাতীয় শোক দিবস বুধবার জাতি বিনম্র শ্রদ্ধা জানাবে জনককে

বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস দেশব্যাপী যথাযথ মর্যাদায় পালনের জন্য আওয়ামী লীগসহ সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এই দিনে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী জাতির জনকসহ তার পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাবে পুরো জাতি। আগস্ট মাসজুড়ে শোকের মাসের নানা আয়োজনের মধ্যে মূল কর্মসূচিগুলো পালিত হবে বুধবার।

জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার সরকারি ছুটির দিন। এই দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সকাল সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করবেন।

এর পর সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে বঙ্গন্ধুর পরিবারসহ ১৫ আগস্টের শহীদদের কবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানাবেন।

সকালেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবেন টুঙ্গিপাড়া। সকাল ১০টায় টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এ সময় সেখানে ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাত করা হবে।

সকাল ১১টায় টুঙ্গীপাড়ায় মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বাদ আছর সারা দেশে মসজিদে বিশেষ মোনাজাত, মিলাদ ও ইফতার মাহফিল এবং মন্দির, গির্জা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে।

সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন।

পরদিন বৃহস্পতিবার দুপুর আড়াইটায় জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম এমপি ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দেশবাসীকে সঙ্গে নিয়ে পালন করার জন্য আওয়ামী লীগ, সহযোগী, ভ্রাতৃপ্রতিম, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনেব সকল স্তরের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

একই সঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখাকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি গ্রহণ করে দিবসটি স্মরণ ও পালন করার জন্য অনুরোধ জ্ঞাপন করেছেন তিনি।

বাংলাদেশ রাজনীতি