ফেঁসে গেলেন বিখ্যাত ক্রিকেট আম্পায়ার আসাদ রউফ! পাকিস্তানের এই আম্পায়ারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনেছেন ভারতের মুম্বাই ভিত্তিক মডেল লিনা কাপুর। তিনি অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রউফ তার সঙ্গে কয়েক মাস শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন।
এবিষয়ে পুলিশের জোন নবমের ডিসিপি প্রতাপ দিগাভকরকে লিখিত অভিযোগ জানিয়েছেন লিনা কাপুর। অভিযোগে তিনি উল্লেখ করেন, ছয় মাস আগে শ্রীলঙ্কায় এক বন্ধুর মাধ্যমে তার দেখা হয় রউফের সঙ্গে। পরিচয়ের পর ফোন নম্বর আদানপ্রদান করেন তারা। এরপর তিনদিন এক সঙ্গে কাটিয়েছেন দুইজনে।
শ্রীলঙ্কা থেকে ফিলে অসুস্থ হয়ে পড়েন লিনা। খবর পেয়ে রউফ তাকে দেখতে আসেন। এভাবে তাদের সম্পর্ক গভীর হয়। লিখিত অভিযোগে ঘটনার এমন বর্ণনা দেন কাপুর, ‘বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নতুন ফ্ল্যাট কিনে দিতে চেয়েছিলেন রউফ। রউফকে বলেছিলাম আমি বিবাহিত এবং দুটি সন্তান আছে। কিন্তু রউফ আমাকে আশ্বস্ত করে তার ধর্মে একটির বেশি বিয়ে করার অনুমোদন আছে। এছাড়া তার পরিবারও বিষয়টি মেনে নেবে।’
এবিষয়ে মিড ডে পত্রিকাকে লিনা কাপুর বলেন, ‘আমি তাকে বেশ কয়েকবার বিয়ের কথা বলেছি। কিন্তু সে প্রতিবারই উত্তর দিয়েছে খুব শিগগিরই হবে। কয়েকদিন আগে রউফের সঙ্গে কথার বলার চেষ্টা করেও তার কাছ থেকে কোনো সাড়া পাইনি। পাঁচদিন আগে রউফ বলেছে, আমাকে চেনে না। আর আমার সঙ্গে কথা বলতেও রাজি নয়।’
কাপুরের লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ডিসিপি অফিস। ডিসিপি অফিসের এক কর্মকর্তা জানান, তারা একটি চিঠি পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে খুব শিগগিরই তদন্ত শুরু করবেন তারা।’