বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন নির্মল চন্দ্র ভক্ত। তিনি এর আগে কৃষিঋণ ও আর্থিক সেবাভুক্তি বিভাগের মহাব্যবস্থাপক হিনেবে দায়িত্ব পালন করছিলেন।
নির্মল চন্দ্র ভক্ত ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিজ্ঞানে (মৎস্য) এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি এমএসএস (অর্থনীতি) ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইন্সটিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ থেকে ডিপ্লোমা করেন।
নির্মল ভক্ত বাংলাদেশ জুওলজিক্যাল সোসাইটি ও বাংলাদেশ ইকনোমিক অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। তিনি বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ, ব্যাংক পরিদর্শন, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগসহ মতিঝিল, বগুড়া, বরিশাল, রাজশাহী এবং সিলেট অফিসে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।