ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। নির্বাচনের নতুন তারিখ ঈদের পর ঘোষণা করা হবে।
সোমবার নির্বাচন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নির্বাচন বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য প্রফেসর মো. আলী আশরাফ ও সদস্য আবু বকর সিদ্দিক দিলীপ উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সদস্য সংস্থার (চেম্বার/অ্যাসোসিয়েশন) মধ্যে যারা সাধারণ পরিষদে তাদের প্রতিনিধি/ভোটার মনোনয়নপত্র দাখিল করেছেন, তাদের পুনরায় মনোনয়ন দেওয়ার প্রয়োজন নেই।
প্রসঙ্গত, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ২১ অক্টোবর নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারিত ছিল। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ১২ আগস্ট পত্র নং-বাম/টিও-১/২৯/২০০৮/অংশ-২/৩৯৭ এর মাধ্যেমে এফবিসিসিআই’র ২০১২-২০১৪ মেয়াদের নির্বাচনের জন্য ১ নভেম্বর থেকে ৩০ দিন সময় বৃদ্ধি করা হয়েছে। এর প্রেক্ষিতে নির্বাচন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।