ডেঙ্গু আক্রান্ত আরও একজন হাসপাতালে ভর্তি

ডেঙ্গু আক্রান্ত আরও একজন হাসপাতালে ভর্তি

টানা চারদিন পর নতুন করে আরও একজন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মাত্র একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম)ই-, এম আই এস ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের (২০২২ সালের) ১ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ১৩৩ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ২৫ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালে ৬৭ জন ডেঙ্গুরোগী ভর্তি হন। ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ১৩২ জন।

এদিকে গত বছর অর্থাৎ ২০২১ সালে রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। একই সময়ে আক্রান্ত রোগীদের মধ্যে মারা যান ১০৫ জন।

বাংলাদেশ শীর্ষ খবর