কোহিনুর কেমিক্যালের ৭ শতাংশ দরবৃদ্ধি

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ৪৮টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। সোমবার কোহিনূর কেমিক্যাল কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৭ দশমিক ১৬ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে টপটেন গেইনারের শীর্ষে অবস্থান করে।

এছাড়া রহিম টেক্সটাইল কোম্পানির শেয়ার ৪ দশমিক ৫৮ শতাংশ দাম বেড়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোহিনূর কেমিক্যাল কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ১৯৫  টাকায় এবং সর্বনিম্ন ১৯৪ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ১৮১ দশমিক ৪ টাকায় লেনদেন হয়েছিল। সোমবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ১৯৪ দশমিক ৪ টাকা। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের ১৩ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা গেছে, ১৯৮৮ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

সোমবার এ কোম্পানির বাজার মূলধন হয় ৯০ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৫০ কোটি এবং পরিশোধিত মূলধন ৫ কোটি টাকা।

বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৫০ লাখ। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১১ দশমিক ৮৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭ দশমিক ১৪ শতাংশ শেয়ার রয়েছে।

গত কার্যদিবসের দামের তুলনায় সোমবার ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৭ দশমিক ১৬ শতাংশ, রহিম টেক্সটাইল ৪ দশমিক ৫৮ শতাংশ, সামিট পাওয়ার ৪ দশমিক ৫৩ শতাংশ, বঙ্গজ ৩ দশমিক ৫২ শতাংশ, বরকোতুল্লাহ ইলেকট্রো ৩ দশমিক ৪০ শতাংশ, আইসিবি ২ দশমিক ৯০ শতাংশ, ব্রাক ব্যাংক ২ দশমিক ৬৯ শতাংশ, ইউনিক হোটেল ২ দশমিক ৫৭ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানি ২ দশমিক ৫৬ শতাংশ এবং সামিট পোর্ট ২ দশমিক ৪৩ শতাংশ।

এছাড়া সোমবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম বাড়ার ক্ষেত্রে শীর্ষ ১০ কোম্পানি হলো- এসিআই বন্ড, প্রাইম ইন্সুরেন্স, বঙ্গজ, সামিট পাওয়ার, রূপালী লাইফ ইন্সুরেন্স, সিএমসি কামাল, ইউনিক হোটেল, এআইবিএল ফার্স্ট মি. ফান্ড, ফার্স্ট জনতা মি. ফান্ড এবং মুন্নু স্টাফলারস।

অর্থ বাণিজ্য