পরস্পরের কাছে কার্ড পাঠিয়ে ঈদ শুভেচছা বিনিময় করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়া।
সোমবার দুপুরে এ কার্ড বিনিময় হয়।
বেলা সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ সেলিনা খাতুনের কাছে শুভেচ্ছা কার্ড পৌছে দেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার একান্ত সচিব সালেহ আহমেদ। অনেকটা একই সময়ে সালেহ আহমেদের কাছে খালেদা জিয়ার শুভেচ্ছা কার্ড দিয়ে যান প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা শেখ আক্তার হোসেন।
বিরোধী দলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমদ বাংলানিউজকে দেশের প্রধান দুই নেত্রীর ঈদ শুভেচ্ছা কার্ড বিনিময়ের খবর নিশ্চিত করেন।
তত্ত্বাবধায়ক ইস্যুতে সরকার ও বিরোধী দল যখন পরস্পরবিরোধী অনড় অবস্থানে, তখন প্রধান দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর এই ঈদ শুভেচ্ছা বিনিময়কে চলমান সংকটে ইতিবাচক বলেই ধরা হচ্ছে।