গাজীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

গাজীপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার ভবানীপুর ফকিরা গার্মেন্টসের সামনে সোমবার সন্ধ্যা ৭টার দিকে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ২ জন আহত হয়েছেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন জানান, শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ গাড়ি দুটি আটক করলেও চালক পলাতক।

বাংলাদেশ