স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন এমপি বলেছেন, বিদেশে পালিয়ে থাকা জাতির জনক বঙ্গবন্ধুর ছয়জন খুনিকে সেসব দেশের সরকারের মাধ্যমে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে। আর এর মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।
সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির উত্তর হলে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাডভোকেট সাহারা খাতুন বলেন, ‘‘বঙ্গবন্ধুর সময় থেকে শুরু করে আজ পর্যন্ত একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে। ২০০৪ সালে তারা বর্তমান প্রধানমন্ত্রীকে গ্রেনেড হামলা করে হত্যা করতে চেয়েছিলো। আল্লার রহমতে তারা তা পারেনি। কিন্তু আমরা আমাদের প্রিয় আইভী আপাকে হারিয়েছি। এ সকল ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’’
পরিষদের সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রী আব্দুল মতিন খসরু এমপি, পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মহানগর পিপি আব্দুল্লাহ আবু, খান টিপু সুলতান এমপি, নুরুল ইসলাম সুজন এমপি, মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, মাহবুব আলী, জগলুল হায়দার আফ্রিক ও আজহার উল্লাহ ভূঁইয়া প্রমুখ।