শ্যামলীতে বেসিক ব্যাংকের ৫২তম শাখা

শ্যামলীতে বেসিক ব্যাংকের ৫২তম শাখা

রাজধানীর শ্যামলীতে বেসিক ব্যাংক লিমিটেডের ৫২তম শাখার উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু রোববার এর উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য জাহাঙ্গীর আখন্দ সেলিম ও শ্রীযুক্ত শুভাশীষ বসু।

এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শ্রীযুক্ত কনক কুমার পুরকায়স্থসহ ব্যাংকের উর্ধ্বতনরা।

ব্যাংকের চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু বলেন, “বেসিক ব্যাংক শতভাগ রাষ্ট্র মালিকানাধীন হওয়ায় এখানে আমানত রাখা সম্পূর্ণ নিরাপদ।”

তিনি বলেন, “শুধু ব্যবসা বা মুনাফা করার জন্য এ ব্যাংকের সৃষ্টি হয়নি, আর্তমানবতার সেবার জন্য এ ব্যাংকের সৃষ্টি হয়েছে।”

কাজী ফখরুল ইসলাম বলেন, “বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নেওয়ার পর থেকে ব্যাংকের শাখা সম্প্রসারণে গতিশীলতা পেয়েছে। এবছর ৭টি শাখা খোলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের অনুমতি পেলে এ বছর আরও ২০টি শাখা খোলা হবে।”

অর্থ বাণিজ্য