পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশনা অনুযায়ী ১৪ আগস্ট ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের সময় শেষ হচ্ছে।
এরই মধ্যে বিভিন্ন ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তাদের গ্রাহকদের সুদ মওকুফের প্রক্রিয়া শুরু করলেও আইসিবি ব্যতিত ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকের পক্ষ থেকে তা পুরোপুরি বাস্তবায়নের খবর পাওয়া যায়নি।
এর আগে গত ১০ জুলাই এসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সুদ মওকুফের বিষয়টি পরিপালন করে ডিএসই ও সিএসই’র ব্রোকারেজ হাউসগুলোকে এ-সংক্রান্ত একটি পরিপালন প্রতিবেদন ১৪ আগস্টের মধ্যে দুই স্টক এক্সচেঞ্জে জমা দিতে বলা হয়।
একই সঙ্গে ডিএসই ও সিএসই’র সদস্য ব্রোকারেজ হাউসের উক্ত পরিপালন সংক্রান্ত একটি সমন্বিত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়।
আর মার্চেন্ট ব্যাংকগুলোকেও সুদ মওকুফ সংক্রান্ত নির্দেশনা পরিপলন করে এ-সংক্রান্ত প্রতিবেদক ১৪ আগস্টের মধ্যে বিএমবিএ’র কাছে পাঠাতে বলা হয়। উক্ত পরিপালন-সংক্রান্ত সমন্বিত প্রতিবেদন ৩০ আগস্টের মধ্যে এসইসিতে জমা দেওয়ার জন্য বিএমবিএকে নির্দেশ দেওয়া হয়।
এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ বলেন, “এসইসির নির্দেশ অনুযায়ী অধিকাংশ মার্চেন্ট ব্যাংক সুদ মওকুফের কার্যক্রম শুরু করেছে।” তবে সুদ মওকুফের সময় বাড়ানোর জন্য এসইসি’র কাছে অনুরোধ করা হবে বলে জানান তিনি।
এ বিষয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোশাররফ এম হোসেন বলেন, “সুদ মওকুফ-সংক্রান্ত এসইসি’র নির্দেশনা বিভিন্ন ব্রোকারেজ হাউসকে জানানো হয়েছে। রোববার পর্যন্ত কোনো হাউস এ-সংক্রান্ত তথ্য ডিএসইতে জমা দেয়নি।”
গত ৩১ জুলাই পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ৯০০ কোটি টাকা পুনঅর্থায়ন সহায়তা চায় বিএমবিএ। ওইদিন ‘পুঁজিবাজারে মার্চেন্ট ব্যাংকিং কার্যক্রমের চ্যালেঞ্জ এবং এর উত্তরণের পথ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে বিএমবিএর পক্ষ থেকে এই ঋণ সহায়তা চাওয়া হয়।