পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। সমাপ্ত অর্থবছরে ফান্ডগুলোর ব্যাপক লোকসান হয়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট লোকসান হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ৬০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান হয়েছে ১ দশমিক ১২ টাকা।
গ্রিনডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট লোকসান হয়েছে ১২ কোটি ২৯ লাখ ৬৯ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান হয়েছে ০ দশমিক ৮২ টাকা।
ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ডের পরিচালনা পর্ষদ ২০১১-২০১২ অর্থবছরের শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। এ পর্যন্ত ফান্ডের মোট লোকসান হয়েছে ২ কোটি ২৩ লাখ ৯০ হাজার টাকা এবং ইউনিট প্রতি লোকসান ১ দশমিক ২৩ টাকা।