জঙ্গি গ্রুপ লস্কর-ই- তাইয়েবা এবং স্টুটেন্ড ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (SIMI) সাবেক সদস্যরা বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করছে এমন খবরে ভারতের আহমদেবাদে উচ্চ স্তরের সতর্কতা জারি করেছে প্রশাসন। গোয়েন্দা সূত্রের খবরের ওপর ভিত্তি করে গত শুক্রবার রাত থেকে পুলিশ আহমেদাবাদ বিমানবন্দরে নজরদারি বাড়িয়েছে।
গত শুক্রবার একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা লস্কর ও ওই ছাত্র সংগঠনের সম্ভাব্য ছিনতাই পরিকল্পনার ব্যাপারে প্রশাসনকে সতর্ক করে। তারা রাজ্য পুলিশকে সন্দেহভাজন সাত জনের নামের তালিকাও দিয়েছে। সন্দেহভাজনদের মধ্যে দু’জন পাইলট। এছাড়া বাকিদের মধ্যে আহমেদাবাদের দুই দম্পতি রয়েছে বলে জানিয়েছে তারা।
আহমেদাবাদ শহরে পুলিশের অপরাধ শাখা এবং স্পেশাল ন গ্রুপ (এসওজি) সন্দেহভাজনদের ধরতে অভিযান শুরু করেছে।
রাজ্যের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস), অপরাধ শাখা এবং অন্যান্য সংস্থাগুলো এক বিবৃতিতে জানায়, আহমেদাবাদ, জয়পুর, লুধিয়ানা এবং শ্রীনগরের জঙ্গিরা ছিনতাই পরিকল্পনা করছে।
রাজ্য পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ ব্যাপারে বলেছেন, “আমাদের কাছে যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে আহমেদবাদের দুই দম্পতি রয়েছে। গোয়েন্দা সংস্থা নাম উল্লেখ করেছে। এদের মধ্যে রয়েছেন- মর্তুজা আমিন নামে এক ব্যক্তি ও তার স্ত্রী রুকসানা এবং হাদিমুল আনসারি ও তার স্ত্রী সুরাইয়া বেগম। পরিকল্পনা অনুযায়ী তাদের একটি বিমান যাত্রীর বেশে উঠে ছিনতাইয়ে সহায়তা করার কথা।”
অপরদিকে, সন্দেহভাজন দুই পাইলটের মধ্যে একজনের নাম ইয়ামিন আল মির। তিনি স্টুটেন্ড ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার একজন সাবেক সদস্য এবং তাকেই মূল পরিকল্পক বলে মনে করা হচ্ছে।
এ ব্যাপারে রাজ্য পুলিশের মহাপরিচালক চিত্তরঞ্জন সিং টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, “আহমেদাবাদ বিমান বন্দরের নিরাপত্তা জোরদার করতে আমরা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) সঙ্গে যৌথভাবে কাজ করছি।”
অন্য বিমান বন্দরগুলোতে ফ্লাইটের সময় একজন পুলিশ পরিদর্শক সার্বক্ষণিক পর্যবেক্ষণের দায়িত্বে থাকবেন বলে জানান তিনি।