ঈদের আগে পোশাকশ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান

ঈদের আগে পোশাকশ্রমিকদের বকেয়া পরিশোধের আহ্বান

বেতন, বোনাসসহ পোশাক শ্রমিকদের সব বকেয়া ঈদের আগেই পরিশোধ করার আহ্বান জানিয়েছে পোশাক শিল্পখাতে গঠিত আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি।

শনিবার স্টারলিং ক্রিয়েশন গার্মেন্টস লি. কারখানার সভাকক্ষে এসংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় সংসদ সদস্য তালুকদার মো. তৌহিদ জং মুরাদ।

কমিটির আশুলিয়া-সাভার জোন আয়োজিত সভায় আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর দ্বিতীয় সহ-সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম, শিল্প পুলিশের পরিচালক আব্দুর রউফ খান, প্রধান কলকারখানা পরিদর্শক হাবিবুর রহমান, সাভার সার্কেলের এএসপি মনোয়ার হোসেন প্রমুখ।

সভায় বলা হয়, শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বের সিদ্ধান্তের আলোকে আঞ্চলিক ক্রাইসিস প্রতিরোধ কমিটি তাদের কাজ অব্যাহত রাখবেন।

শ্রমিকদের বাস-ট্রেনের ছাদে করে বাড়িতে না ফেরার আহ্বান জানানো হয়।

অর্থ বাণিজ্য