ইউরোপ-এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক দরপতন

ইউরোপ-এশিয়ার পুঁজিবাজারে ব্যাপক দরপতন

আমেরিকার বেশির ভাগ শেয়ারবাজারের সূচক বাড়লেও ইউরোপ, অস্ট্রেলিয়া, অফ্রিকা ও এশিয়ার অধিকাংশ শেয়ারবাজারে সূচকের ব্যাপক পতন হয়েছে।

শনিবার ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অধিকাংশ স্টক এক্সচেঞ্জে সূচক নিম্নমুখি ছিল। ইউরোপের শেয়ারবাজারগুলোর মধ্যে ইউরো স্টক্স ৫০ প্রাইস ইইউআরের সূচক ১৩ দশমিক ৮২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে দুই হাজার ৪২৩ পয়েন্টে, ফিনান্সিয়াল টাইমস অ্যান্ড স্টক এক্সচেঞ্জ (এফটিএসই) ১০০ সূচক ৪ দশমিক ৪০ পয়েন্ট কমে পাঁচ হাজার ৮৪৭ পয়েন্টে এবং সিএসি ৪০ সূচক ২১ দশমিক ০৯ পয়েন্ট কমে ৩ হাজার ৪৩৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

অন্যদিকে, জার্মানির ডোসি বোর্স এজি জার্মান স্টক ইনডেক্স ডিএএক্স ২০ দশমিক শূন্য ৯ পয়েন্ট কমে ৬ হাজার ৯৪৪ পয়েন্টে, স্পেনের আইবিইএক্স ৩৫ সূচক ৬২ পয়েন্ট কমে ৭ হাজার ৪৭ পয়েন্টে, এফটিএসই এমআইবি সূচক ১০৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৪৮ পয়েন্টে, সুইস মার্কেন্ট সূচক ২১ দশমিক ৮৫ পয়েন্ট কমে ৬ হাজার ৪৮৩ পয়েন্টে এবং স্টক্স ইউরোপ ৫০ প্রাইস সূচক ৩ দশমিক ৫২ পয়েন্ট কমে দুই হাজার ৫৬১ পয়েন্টে দাঁড়িয়েছে।

এশিয়ার বাজারগুলোতেও সূচকের ব্যাপক পতন হয়েছে। এ অঞ্চলের প্রধান বাজারগুলোর মধ্যে জাপানের নিক্কি-২২৫ সূচক ৮৭ দশমিক ১৬ পয়েন্ট কমে ৮ হাজার ৮৯১ পয়েন্টে, টোকিও স্টক এক্সচেঞ্জে ৫ পয়েন্ট কমে ৭৪৬ পয়েন্টে, হংকংয়ের হ্যাং স্যাং সূচক ১৩৩ দশমিক ৩৫ পয়েন্ট কমে ২০ হাজার ১৩৬ পয়েন্টে, এসঅ্যান্ডপি ২০০ সূচক ৩০ দশমিক ৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ২৭৭ পয়েন্টে স্থির হয়।

এছাড়া, এসঅ্যান্ডপি এশিয়া ৫০ সিএমই সূচক ৯ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে তিন হাজার ২৯২ পয়েন্টে এবং কোরিয়া স্টক এক্সচেঞ্জ কেওএস সূচক ৫ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৪৬ পয়েন্টে, সাংহাই শেনঝেং সিএসআই ৩০ সূচক ১১ দশমিক ৯৫ পয়েন্ট কমে দুই হাজার ৩৯৯ পয়েন্টে এবং সাংহাই স্টক এক্সচেঞ্জের সূচক ৫ দশমিক ২৯ পয়েন্ট কমে ২ হাজার ১৬৮ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অধিকাংশ শেয়ারবাজারে সূচকের বেশ উর্ধ্বমুখি প্রবণতা লক্ষ্য করা গেছে।

এদিন যুক্তরাষ্ট্রের কয়েকটি শেয়ারবাজারের মধ্যে মেক্সিকোর স্টক এক্সচেঞ্জ মেক্সিকান বোলসা আইপিসি সূচক ১৭২ পয়েন্ট বেড়ে ৪০ হাজার ৮৫০ পয়েন্টে এবং মেক্সিকান স্টক এক্সচেঞ্জ আইএনএমইএক্স সূচক ৮ দশমিক ৫৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৫২ পয়েন্টে দাঁড়িয়েছে।

এছাড়া একই দিন যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারগুলোর মধ্যে ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ মূল্যসূচক ৪২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ২০৭ পয়েন্ট, এসঅ্যান্ডপি ৫০০ ইনডেক্স ৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে এক হাজার ৪০৫ পয়েন্টে, নাসডাক কম্পোজিট সূচক ২ দশমিক ২২ পয়েন্ট কমে তিন হাজার ২০ পয়েন্ট এবং নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ১৯ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৪ পয়েন্টে, সান্তিয়াগো স্টক এক্সচেঞ্জে ৯১ দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে সূচক ২০ হাজার ২৪৯ পয়েন্টে অবস্থান করছে।

অর্থ বাণিজ্য