সৌদি আরবে পাচারকালে রোহিঙ্গা নারীকে ৩ শিশুসহ আটক

সৌদি আরবে পাচারকালে রোহিঙ্গা নারীকে ৩ শিশুসহ আটক

সৌদি আরবে পাচারের সময় এক রোহিঙ্গা নারীকে তিন শিশুসহ আটক করা হয়েছে। এসময় সহযোগিতার জন্য দুই দালালকেও আটক করে বিমান বন্দর আর্মড পুলিশ ব্যটালিয়ন।

আটককৃতরা হলো আয়েশা খাতুন (৩০) ইজমানা খাতুন (৮) রুখসানা খাতুন (১১), মো: জাবের (১১)। দুই দালালের নাম ইকবাল (৩৪) ও মাহফুজ (২৬)।

আর্মড পুলিশ ব্যটালিয়নের এএসপি মেরিনা আক্তার বলেন, কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে এদের সৌদি আরবে পাচারের জন্য ভোর রাতে বিমাবন্দরে নিয়ে আসা হয়েছিল। বর্হিগমনে এদের আচার আচরণ সন্দেহজনক হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

এ সময় তাদের সাথে থাকা দুই দালালা ইকবাল ও মাহফুজকে আটক করে পুলিশ।

আটককৃতরা জানায়, তারা মিয়ানমারের বলিবাজার এলাকার বাসিন্দা। গত ৫ মাস আগে তারা বাংলাদেশে এসে নতুন পাসপোর্ট করে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে এদের সৌদিআরবে পাচার করা হচ্ছিল।

বেলা ২টার দিকে পাচারকারীদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ