বগুড়ায় পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার

বগুড়ায় পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার

বগুড়ায় পৃথক স্থান থেকে নারীসহ ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ৯টার দিকে বগুড়া শহরের কাটনারপাড়া কটনমিল এলাকা থেকে অমিত (১৪) নামে এক কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।

এদিকে, একই সময় জেলার শিবগঞ্জ উপজেলার মহাস্থান জঙ্গলের জলা থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর (৪২) ভাসমান লাশ ও উপজেলার কুলুরপাড়া থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের (১৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বগুড়া শহরের কাটনারপাড়া কটনমিল এলাকায় অমিত (১৪) নামে এক কিশোরকে কুপিয়ে হত্যা করে একদল দুর্বর্ত্ত। এ ঘটনায় রাহাত (১৪) নামে আরও এক কিশোরকে গুরুতর আহত করে তারা।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ওই এলাকা থেকে অমিতের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রাহাতকেও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

নিহত অমিত বগুড়া শহরের উত্তর কাটনারপাড়া এলাকার শিপন মণ্ডল এবং রাহাত একই এলাকার আব্দুল আলিমের ছেলে। এদের মধ্যে অমিত বগুড়া শহরে দর্জি এবং আহত রাহাত লেদশ্রমিকের কাজ করতো।

এ ব্যাপারে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, শুক্রবার রাতের যে কোনো সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, একই দিনের একই সময় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান কালিদহ সাগরপাড়ের জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় অপর এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

অপরদিকে, একই সময় জেলার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ভাইয়ের পুকুর কুলুরপাড়া থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৪২) ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান অজ্ঞাতপরিচয় ওই লাশ দুটি উদ্ধারের কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, অজ্ঞাতপরিচয় ওই কিশোরের লাশের পাশ থেকে একটি রড উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রতিহিংসা বা পূর্ব শত্রুতার জের ধরে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্ত করার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে।

তিনি আরও জানান, নিহত অজ্ঞাতপরিচয় নারী এলাকায় ‘পাগলী’ হিসেবে পরিচিত ছিলেন। তাকে কেউ দিলে সবসময় অর্ধেকটা কুকুরকে দিতেন এবং বাকি অর্ধেকটা নিজে খেতেন।

ধারণা করা হচ্ছে, উল্লেখিত স্থানে পুকুর পারে মাছ পাহাড়া দেওয়ার জন্য নির্মাণ করা মাচার ওপর রাতে ঘুমিয়েছিলেন তিনি। সম্ভববত মাচা থেকে পুকুরের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

তার লাশও ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে থানায় এ বিষয়ে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ