‘দুর্নীতি বিরোধী আন্দোলনে তরুণরাই সবচেয়ে বড় শক্তি। তাই বাংলাদেশের দুর্নীতি দমনে তরুণদের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে।’
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে দুর্নীতি বিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়েজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
‘দুর্জয় তারণ্য দুর্নীতি রুখবোই’ এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে মানববন্ধন করে সংগঠনটি।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, “যে কোনো দেশের জন্য তরুণ সমাজ বা যুবরা উন্নয়নের ইঞ্জিন বা ডায়নামো হিসেবে কাজ করে। আমাদের দেশের তরুণরাও সমাজ ও দেশের পরিবর্তনের শক্তির আধার হিসেবে কাজ করবে। তাই তরুণদের মাধ্যমেই দুর্নীতি প্রতিরোধ করতে হবে। কারণ তরুণদের মাধ্যমেই সমাজ ও দেশ দুর্নীতি মুক্ত হতে পারে।”
সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় স্বচ্ছতা প্রতিষ্ঠার জন্য তিনি আহ্বান জানান।
মানববন্ধনে ছিল ‘জাগবে যুব- জাগবে দেশ এই ভাবনায় বাংলাদেশ, এসো দুর্নীতি প্রতিরোধে এক হই, দুর্নীতি স্বাধীন চেতনার পরিপন্থি, চাই না বেকারত্ব-চাই না দরিদ্র হতে, চাই দুর্নীতি মুক্ত, যুবরাই শক্তি আনবে দেশের মুক্তি, দুর্নীতিকে না বলুন, দুর্নীতি একুশের চেতনার পরিপন্থি ও মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, দুর্নীতি প্রতিরোধ আমাদের অঙ্গীকার প্রভৃতি দুর্নীতি বিরোধী ব্যানার।
মানববন্ধনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ ইয়েস গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।