বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে জুয়া-হাউজির প্রচলন করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেছেন, “বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এদেশে মুখে ধর্মের কথা বলে অনৈসলামিক কর্মকাণ্ডের প্রচলন করেছিলন। তিনি ১৯৭৭ সালের নভেম্বর/ডিসেম্বর মাসে ঢাকার মানিক মিয়া এভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে মেলা ও প্রদর্শনীর নামে জুয়া ও হাউজি চালু করেছিলেন।”
শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মিলাদ, ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর অনেক মিথ্যাচার হয়েছে। কেউ কেউ প্রচার করেছিলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে এদেশে ইসলাম থাকবে না এবং তাকে হত্যার মধ্য দিয়েই ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে।”
তিনি বলেন, “ব্যক্তি জীবনে বঙ্গবন্ধু অত্যন্ত সৎ, ধার্মিক ও পরোপকারী ছিলেন। বাংলাদেশে ইসলামের জন্য যদি কেউ কিছু করে থাকেন, সেটা বঙ্গবন্ধু করে গেছেন। ইসলামের প্রচার ও প্রসারের জন্য তিনি ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। তাবলীগ জামায়াতের জন্য কাকরাইলের মসজিদ করে দিয়েছেন এবং বিশ্ব ইজতেমার জন্য জমি দিয়ে গেছেন।”
“বঙ্গবন্ধু এদেশে ইসলামকে শানিত করার জন্য যা কিছু করে গেছেন, তা অন্য কেউ করতে পারেননি” বলেও উল্লেখ করেন হানিফ।
মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, “বঙ্গবন্ধুর পথ ধরেই তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।”
ইফতার মাহফিলে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদসহ অন্যরা উপস্থিত ছিলেন।