আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে এক দিনে ছয় জন ন্যাটো সেনা নিহত হয়েছে। এর মধ্যে শুক্রবার এক আফগান সরকারি বেসামরিক কর্মকর্তা তিন ন্যাটো সেনাকে গুলি করে হত্যা করেন। অপর দিকে, এদিন রাতে এক আফগান পুলিশ কর্মকর্তা তিন মার্কিন সেনাকে রাতের খাবারের জন্য নিমন্ত্রণ করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেন।
একই দিন হেলমান্দ প্রদেশে দুই ব্রিটিশ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনী ইসাফ এসব হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করেছে। তবে বেসামরিক কর্মকর্তার হাতে নিহত তিন সেনার পরিচয় জানায়নি তারা।
আফগানিস্তানে হঠাৎ করে ন্যাটো সেনা হত্যা বেড়ে যাওয়ায় নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আর আফগান কর্মকর্তাদের হাতেই ন্যাটো সেনারা খুন হওয়ায় সেখানে বিদেশি সেনাদের নিরাপত্তা চরম হুমকির মধ্যে বলে মনে করা হচ্ছে।
মার্কিন সামরিক বাহিনীর মুখপাত্র মাজ লোরি জানিয়েছেন, চলতি বছরে ২৬টি ঘটনায় আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের হাতেই ৩৪ জন ন্যাটো সেনা নিহত হয়েছে। যেখানে গত বছর এরকম ২১টি ঘটনায় ৩৫ জনের প্রাণহানি ঘটে।
আফগানিস্তানে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে ন্যাটো যৌথভাবে জঙ্গি দমন অভিযান পরিচালনা করছে। কিন্তু প্রতিদিনকার ঘটনা প্রমাণ করছে, আফগানিস্তানে তালেবান এখনো যথেষ্ট শক্তিশালী।
ন্যাটোর হিসাবে, তিন লাখ ৫০ হাজার আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে যৌথ বাহিনীর প্রায় এক লাখ ৩০ হাজার সেনা জঙ্গি দমন অভিযান পরিচালনা করছে। কিন্তু তারপরও তালেবান জঙ্গিদের দৃষ্টিগ্রাহ্যভাবে তারা দমাতে পেরেছে বলে মনে করছেন না পর্যবেক্ষকরা।