আর নয় ভারতীয় নাচ, এবার খেলাধুলা: ক্যামেরন

আর নয় ভারতীয় নাচ, এবার খেলাধুলা: ক্যামেরন

চলতি লন্ডন অলিম্পিকের পরেও ব্রিটেন অলিম্পিক দলের সাফল্যের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন যেনো বেপরোয়া হয়ে উঠেছেন। শনিবার তার বক্তব্য শুনে অনেকে ভ্রু কুঁচকে তাকিয়েছেন। ক্যামেরন বলেছেন, “ভারতীয় নাচের চেয়ে বিদ্যালয়গুলোকে প্রতিযোগিতামূলক খেলাধুলায় বেশি সময় ব্যয় করা উচিৎ।”

এদিন সকালে বিদ্যালয়ে দুই ঘণ্টা খেলাধুলার জন্য বরাদ্দ করার পক্ষে সুপারিশ করেন প্রধানমন্ত্রী ক্যামেরন। সেই সঙ্গে বিদ্যালয়গুলো খেলাধুলার পরিবর্তে ভারতীয় নাচ বা এমন বিষয়ের জন্য বেশি সময় ব্যয় করছে বলে উষ্মা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “আমি আমার নিজের বাচ্চাদের ব্যাপারেই দেখেছি…কারণ আপনারাও জানেন, অনেক সময়ই ভারতীয় নাচের জন্য দুই ঘণ্টা সময় ব্যয় করা হচ্ছে। অবশ্য আমি ভারতীয় নাচের ক্লাসের বিরুদ্ধে বলছি না তবে এটা কোনো খেলা নয়।”

উল্লেখ্য, ভারতীয় নাচ লন্ডনে ‘বলিউড নাচ’ নামেই বেশি পরিচিত। এ নাচের বিষয়ে সেখানে অনেক কর্মশালা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নেওয়া হয়। এগুলোতে বেশিরভাগই শেখানো হয় জনপ্রিয় হিন্দি চলচ্চিত্রের গানের নাচ।

এ ধরনের নাচের একটি সাংস্কৃতিক মূল্য তো আছেই সেই সঙ্গে একে শরীরচর্চা বলেও মনে করা হয়। কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্তব্য এ ধারণার বিরুদ্ধে চলে গেল।

তবে প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী ব্রিটেনের বিদ্যালয়গুলোতে ভারতীয় নাচের নিয়মিত চর্চা হয় এমন তথ্য সঠিক নয়।

এ নিয়ে অনলাইনেও বিতর্ক চলছে। অনেকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বক্তব্যকে হাস্যকর বলে অভিহিত করেছে। অনেকে কৌতুক করে বলেছেন, “অলিম্পিকে ‘টিম বলিউড গ্রেটব্রিটেন’ থাকলে তারা ‘বলিউড ডেন্স’ ইভেন্টে কেমন পারফর্ম করতে পারে?”

খেলাধূলা