তুরস্কে নিশ্চয়ই আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তাদের মেয়ে আসলি কাকির আল্পতেকিন স্বর্ণ পদক জিতেছেন ১৫০০ মিটারে। শুধু কি স্বর্ণ, রৌপ্য পদকটিও তুরস্কের। এবারের অলিম্পিক গেমসের অ্যাথলেটিক্সে দেশটি প্রথম পদকও জিতেছে শুক্রবার।
অচেনা আসলি অলিম্পিকের মঞ্চে নিজেকে তুলে ধরলেন অসামান্য এক প্রতিভা হিসেবে। ২৬ বছরের আসলি ৪ মিনিট ১০.৩২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হয়েছেন।
দ্বিতীয় হয়েছেন তার স্বদেশী গোমেস বুলুট। তার লেগেছে ৪ মিনিট ১০.৪০ সেকেন্ড। তৃতীয় হয়েছেন বাহরাইনের ইউসুফ জামাল মরিয়ম। ৪ মিনিট ১০.৭৩ সেকেন্ড সময় নিয়েছেন তিনি।