যুক্তরাষ্ট্রের নারী দল ৪x১০০ মিটার রিলেতে বরাবরই ভালো। সেমিফাইনালেই অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিলো যুক্তরাষ্ট্রের নারী দলের গলাতে উঠতে যাচ্ছে সানার পদক। তারা সেটা জিতলেন প্রত্যাশার চেয়েও ভালো দৌড়ে। বিশ্বরেকর্ড গড়ে জিতেছেন স্বর্ণপদক। ৪০.৪২ সেকেন্ডে শেষ হয়েছে তাদের চক্র।
রিলের শুরুর ১০০ মিটার দৌড়েছেন তিয়ান্না ম্যাডিসন। দ্রুততম মানবী জ্যামাকান শেলি-অ্যান-ফ্রেসার-প্রাইসের সঙ্গে পাল্লা দিয়ে সবার আগে সতীর্থ অ্যালিসন ফেলিক্সের কাছে ব্যাটন হস্তান্তর করেন ম্যাডিসন। আগের দিন ২০০ মিটারে স্বর্ণ পদক জয়ী ফেলিক্সও জ্যামাইকান প্রতিপক্ষের সঙ্গে দূরত্ব রেখে ব্যাটন দেন নিয়ানকা নাইটের কাছে। তার হাত থেকে ক্যামেলিটা জেটার ব্যাটন নিয়ে জীবনের সেরা দৌড়া দৌড়ালেন। হয়ে গেলো বিশ্বরেকর্ড।
এ ইভেন্টে রৌপ্য জিতেছে জ্যামাইকার নারী দল। ৪১.৪১ সেকেন্ড সময় লেগেছে তাদের। তৃতীয় ইউক্রেন। তারা সময় নিয়েছেন ৪২.০৪ সেকেন্ড।