‘রানওয়ে’ ও ‘ফেরা’র উন্মুক্ত প্রর্দর্শনী

‘রানওয়ে’ ও ‘ফেরা’র উন্মুক্ত প্রর্দর্শনী

২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের জোকায় এক মর্মান্তিক সড়ক দুঘৃটনায় নিহত হন তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ ৫জন স্বপ্নচারী মানুষ। তারেক-মিশুকের জীবন, সৃষ্টি ও স্বপ্নকে স্মরণ করে তাঁদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে রোববার ১২ জুলাই ২০১২ সকাল ১১টায় শাহবাগের গণগ্রন্থাগার মিলনায়তনে প্রদর্শিত হবে তারেক মাসুদ পরিচালিত এবং মিশুক মুনীর চিত্রায়িত সর্বশেষ চলচ্চিত্র ‘রানওয়ে’। বিকেল ৩ টায় অনুষ্ঠিত হবে স্মরণ সভা। স্মরণ সভা শেষে প্রথমবারের মতো প্রদর্শিত হবে তারেক মাসুদের উপর নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘ফেরা’। তারেক মাসুদ মেমোরিয়াল  ট্রাস্টের প্রযোজনায় প্রামাণ্য চলচ্চিত্রটি নির্মাণ করেছেন প্রসূন রহমান।
প্রদর্শনী দুটো সবার জন্যে উন্মুক্ত থাকছে।

বিনোদন