কলকাতায় যাচ্ছে দলছুট

কলকাতায় যাচ্ছে দলছুট

প্রথমবারের মতো কলকাতায় একক কনসার্টে অংশ নিতে যাচ্ছে বাপ্পার ব্যান্ডদল ‘দলছুট’। ১৩ আগস্ট কলকাতার ‘আইসিসিআর’-এ এই কনসার্ট অনুষ্ঠিত হবে। ১২ আগস্ট কলকাতার উদ্দেশ্যে যাত্রা করবে দলছুটের সদস্যরা।

দলছুট বাংলাদেশের একটি জনপ্রিয় রক ব্যান্ড। ১৯৯৬ সালের নভেম্বর মাসে জনপ্রিয় সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরী (প্রয়াত) ও বাপ্পা মজুমদার এ ব্যান্ডদল গঠন করেন। স্টেজ ও টেলিভিশনে গান করার পাশাপাশি তাদের মোট ৫টি অ্যালবাম বাজারে আসে। অ্যালবামগুলো হলো-আহ! (১৯৯৭), হৃদয়পুর (২০০০), আকাশচুরি (২০০২), জোছনাবিহার (২০০৭) এবং এই আমন্ত্রন (২০১০)।

দলছুটের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাজি’, ‘সাদা ময়লা’, ‘গাড়ি চলে না’, ‘বায়োস্কপ’, ‘আমি তোমাকে বলে দেবো’, ‘জোছনাবিহার’, দিন বাড়ি যায়, ইত্যাদি।

কলকাতার কনসার্ট নিয়ে বাপ্পা বলেন, ‘আমরা প্রথমবারের মতো কলকাতার একটি ভালো কনসার্টে অংশ নিতে যাচ্ছি। সেখানে আমাদের দলের জনপ্রিয় গানগুলো করতে চাই।’

দলছুটের বর্তমান লাইনআপ: বাপ্পা মজুমদার (ভোকাল ও গিটার), রোজ (ড্রামার), বুলেট (কি বোর্ড), তানিম (বেস গিটার) এবং শাহান কাবন্ধ (ব্যান্ড ম্যানেজার)।.

বিনোদন