মার্কিন মেরিন সেনা ঢাকায় আসবে, সংস্কার হবে জয়নউদ্দিন স্কুল

মার্কিন মেরিন সেনা ঢাকায় আসবে, সংস্কার হবে জয়নউদ্দিন স্কুল

মার্কিন মেরিন কোরের ৪০-৪৫ জনের একটি দল সেপ্টেম্বরে ঢাকায় আসছে। ১ সেপ্টেম্বর থেকে  ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর একটি দলের সাথে যৌথ অনুশীলন চালাবে দলটি।

সফরকালে অনুশীলনের অংশ হিসেবে একটি স্কুলের সংস্কার কাজ সমাধা করবে দুই দেশের সেনা সদস্যরা।

মার্কিন মেরিন সেনাদের এই ঢাকা সফর নিয়ে দু’দেশের মধ্যে গত এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ই-মেইলে অনেকগুলো চিঠি আদান-প্রদান হয়। সূত্রের বরাত দিয়ে রিপোর্টটি প্রকাশ করেছে ডেইলিএডুকেশনডটনেট

এমনই একটি চিঠিতে উল্লেখ রয়েছে, “যুক্তরাষ্ট্র সরকার আগামী ১ সেপ্টেম্বর, ২০১২ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর U.S. Marine Corps Pacific Command (MARFORPAC) এবং বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণে  Engineering Capabilities Exercise (ENCAP)-2012 নামে যৌথ অনুশীলন চালাবে। এসময় তাদের যৌথ কার্যক্রমের মাধ্যমে একটি স্কুল সংস্কার করা হবে।

এই প্রস্তাবের পরিপ্রেক্ষিতেই সেনাসদর, বাংলাদেশ সেনাবাহিনী এরই মধ্যে ঢাকার অদূরে সাভারের পলাশবাড়ী হাজী জয়নউদ্দিন উচ্চ বিদ্যালয়ের একতলা ভবনটিকে সংস্কার/মজবুত করণের (Retrofitting) সম্মতি দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ রয়েছে।

এতে আরও বলা হয়, “ওই অনুশীলনে যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর ৪০-৪৫ জন সদস্য এবং বাংলাদেশ সেনাবাহিনীরও সমসংখ্যক সদস্য অংশ নেবে। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এই অনুশীলনে যুক্তরাষ্ট্র হতে পাঠানো মেরিন সেনাদের যাতায়াত খরচ, থাকা, খাওয়া ও অনুশীলন সংক্রান্ত অন্যান্য যাবতীয় ব্যয়ভার বহন করবে। যুক্তরাষ্ট্রের অনুশীলনকারী দল অনুশীলনের জন্য প্রয়োজনীয় সরঞ্জামাদি নিজ দেশ থেকেই বাংলাদেশে বহন করবে এবং অনুশীলন শেষে ফেরত নিয়ে যাবে। অনুশীলনে অংশগ্রহণকারী যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সদস্যদের বাসস্থান, যাতায়াত এবং বাসস্থান হতে অনুশীলন এলাকায় যাতায়াত পথ এবং অনুশীলন এলাকার প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে বাংলাদেশ সেনাবাহিনী।”

ওই চিঠিতে স্থানীয় প্রশাসনকে সাভার এলাকাস্থ পলাশবাড়ী জয়নউদ্দিন উচ্চ বিদ্যালয়ে নির্মাণ কাজ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সার্বিক সহায়তা দিতে অনুশীলন চলাকালে এর অংশগ্রহনকারী যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সদস্যবৃন্দের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সাথে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ প্রশাসন (গোয়েন্দাসহ)কে নির্দেশনা প্রদানের জন্য বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনী দলটি হযরত শাহজালাল (রা:) আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে ঢাকায় ঢুকবে ও চলে যাবে।

শুধুমাত্র অনুশীলনের কাজে বহনকৃত যুক্তরাষ্ট্র সশস্ত্র বাহিনীর সরঞ্জামাদির কর মওকুফ করার জন্য রাজস্ব বোর্ডকেও অনুরোধ জানানো হয়েছে ওই চিঠির মাধ্যমে।

বাংলাদেশ