পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের অনিরিক্ষিত অর্ধবার্ষিকী আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ওই প্রতিবেদন অনুযায়ী, ৩০টি ব্যাংকের মধ্যে ১৪টির মুনাফা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় বেড়েছে।
এক্সপোর্ট-ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড প্রথম ৬ মাসে ৯২ কোটি ৯৯ লাখ টাকা মুনাফা করেছে, যা পূববর্তী বছরের একই সময়ের তুলনায ৮২ শতাংশ বেশি। আর শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড করেছে ৮৬ কোটি ৩৮ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।
একই সময়ে সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৫৫ কোটি ২৬ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের প্রথম ছয় মাসের তুলনায় ৩৪ শতাংশ বেশি।
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ১১২ কোটি ৬৪ লাখ টাকা, যা পূববর্তী বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি।
আলোচ্য সময়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ৪০ কোটি ৩৫ লাখ টাকায় উন্নীত হয়েছে, এর আগের বছরের তুলনায় যা ৩৩ শতাংশ বেশি।
এছাড়া বছরের প্রথম ছয় মাসে যমুনা ব্যাংক লিমিটেডের মুনাফা ৭২ কোটি ০২ লাখ টাকা ও ইসলামী ব্যাংক লিমিটেডের ৪২১ কোটি ৬৬ লাখ টাকা হয়েছে। এ দুই ব্যাংকের মুনাফা আগের বছরের একই সময়ের চেয়ে যথাক্রমে ২৪ শতাংশ ও ২০ শতাংশ বেশি।
রূপালী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৭১ কোটি ৯৪ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বেশি।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের মুনাফা ১৫ শতাংশ বেড়ে হয়েছে ৬৯ কোটি ৯৫ লাখ টাকা।
ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের মুনাফা ১২৩ কোটি ৪৫ লাখ টাকায় উন্নীত হয়েছে, ২০১১ সালের প্রথম ছয়মাসের তুলনায় আয় বেড়েছে ৯ শতাংশ।
চলতি বছরে ব্র্যাক ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৮৩ কোটি ২২ লাখ টাকা, যার এর আগের বছরের তুলনায় ৫ শতাংশ বেশি।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মুনাফা হয়েছে ৩১ কোটি ৯৭ লাখ টাকা, যা পূর্ববর্তী বছরের তুলনায় ৪ শতাংশ বেশি।
পূবালী ব্যাংক লিমিটেডের মুনাফা প্রায় ৪ শতাংশ বেড়ে ১২৩ কোটি ৮২ লাখ টাকায় উন্নীত হয়েছে।
সর্বশেষ স্ট্যান্ডার্ড ব্যাংক চলতি বছরের প্রথম ছয় মাসে ৬৪ কোটি ৮০ লাখ টাকা মুনাফা করেছে। পূর্ববর্তী বছরে এর পরিমাণ ছিল ৪২ কোটি ৪০ লাখ টাকা।