মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ ব্যাংকের

মুনাফা কমেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ ব্যাংকের

সম্প্রতি পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের বছরের প্রথম ৬ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের মুনাফা কমেছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি-জুন মাসের মধ্যকার সময়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং প্রতিষ্ঠান ঢাকা ব্যাংকের মুনাফা ৮৯ কোটি ২৯ লাখ টাকা থেকে ৬৯ শতাংশ বা ৬১ কোটি ২০ লাখ টাকা কমে ২৮ কোটি ০৯ লাখ টাকায় নেমে গেছে।

এদিকে আইএফআইসি ব্যাংক লিমিটেড পূর্ববর্তী বছরের প্রথম ছয় মাসে মুনাফা করে ৬৫ কোটি ৪৪ লাখ টাকা। আর চলতি বছরের প্রথম ছয় মাসে তা ৩৯ কোটি ৭৭ লাখ টাকা কমে ২৫ কোটি ৬৭ লাখ টাকায় নেমে এসেছে।

আর প্রিমিয়ার ব্যাংকের মুনাফা ৫৭ শতাংশ বা ১৫ কোটি ৪৩ লাখ টাকা কমেছে। এর আগের বছরের আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ২৭ কোটি ০৩ লাখ টাকা। যা এ বছরের ১১ কোটি ৬০ লাখ টাকায় নেমে গিয়েছে।

প্রাইম ব্যাংক লিমিটেডের মুনাফা ২৩ শতাংশ বা ৩৯ কোটি ৭০ লাখ টাকা কমেছে। আর আলোচ্য সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা ১৬০ কোটি ৩ লাখ টাকা থেকে কমে ১২৩ কোটি ৩৩ লাখ টাকায় নেমেছে।

ইস্টার্ন ব্যাংকের মুনাফা ২২ শতাংশ বা ২৪ কোটি ৯০ লাখ টাকা কমেছে। এ আগের বছর প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ১১৩ কোটি ১৭ লাখ টাকা, যা এ বছর ৮৮ কোটি ২৭ লাখ টাকায় নেমেছে।

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ২০ শতাংশ বা ২৫ কোটি ৯২ লাখ টাকা কমেছে। চলতি বছওে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ১০১ কোটি ৮৩ লাখ টাকা, যা এর আগের বছর ছিল ১২৭ কোটি ৭৫ লাখ টাকা।

আর ট্রাস্ট ব্যাংক লিমিটেডের মুনাফা ১৭ শতাংশ বা ১০ কোটি ৮ লাখ টাকা কমেছে। চলতি বছর প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৪৭ কোটি ৮৯ লাখ টাকা, এর আগের বছরের প্রথম অর্ধবছরে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৫৭ কোটি ৯৭ লাখ টাকা।

উত্তরা ব্যাংকের মুনাফা ১৭ শতাংশ বা ১৪ কোটি ৫৪ লাখ টাকা কমেছে। ২০১১‘র প্রথম অর্ধবর্ষে প্রতিষ্ঠানটির মুনাফা ছিল ৮৫ কোটি ৩২ লাখ টাকা, এ বছর মুনাফা হয়েছে ৭০ কোটি ৭৮ লাখ টাকা।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মুনাফা করেছে ৫৭ শতাংশ বা ১৮২ কোটি ৮৪ লাখ টাকা কমেছে। ২০১১ সালের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করে ৩২২ কোটি ২২ লাখ টাকা, যা চলতি বছরের প্রথম ছয় মাসে হয়েছে ১৩৯ কোটি ৩৮ লাখ টাকা।

অন্যদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে ওয়ান ব্যাংক লিমিটেডের মুনাফা ৩১ শতাংশ বা ২৬ কোটি ৭৬ লাখ টাকা কমেছে।

প্রকাশিত আর্থিক তথ্যমতে, এ বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ৫৮ কোটি ২৯ লাখ টাকা, এর আগের বছরের আলোচ্য সময়ে এর পরিমাণ ছিল ৮৫ কোটি ৫ লাখ টাকা।

এছাড়া ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের মুনাফা প্রায় কমে ৮৭ কোটি ৪৫ লাখ টাকা থেকে কমে ৬২ কোটি ৯১ লাখ টাকায় নেমেছে, ব্যাংক এশিয়া লিমিটেডের মুনাফা ৯৮ কোটি ৫৮ লাখ টাকা থেকে কমে ৭৩ কোটি ৬ লাখ টাকায়, এনসিসি ব্যাংকের মুনাফা ৮১ কোটি ২২ লাখ টাকা কমে ৬০ কোটি ৭৩ লাখ টাকায় নেমেছে, সিটি ব্যাংকের মুনাফা ১০৪ কোটি ০৫ লাখ টাকা থেকে ৭৯ কোটি ৪৩ লাখ টাকায় নেমেছে এবং এবি ব্যাংকের মুনাফা ৯৫ কোটি ৪৮ লাখ টাকা থেকে কমে ৭৩ কোটি ০৭ লাখ টাকায় নেমেছে।

অর্থ বাণিজ্য