সপ্তাহে দাম কমার শীর্ষে মাইডাস ফিন্যান্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহে দাম কমার শীর্ষে অবস্থান করছে মাইডাস ফিন্যান্স কোম্পানির শেয়ার।

গত সপ্তাহে এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২৩ দশমিক ২৪ শতাংশ দাম হারিয়ে টপ টেন লুজার কোম্পানির শীর্ষে অবস্থান করছে।

অন্যদিকে, গত সপ্তাহে দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে মুন্নু স্ট্যাফলারস কোম্পানির শেয়ার। এদিন এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ১৪ দশমিক ৭১ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত সপ্তাহে এ কোম্পানির মোট ১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়। যা দৈনিক গড় দাঁড়ায় ৩৪ লাখ ৭১ হাজার ৭৫০ টাকা।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ২০০২ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।

এছাড়া গত সপ্তাহের শেষ কার্যদিবস বুধবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ২৬৭ কোটি ৫৯ লাখ ৭৮ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৬০ কোটি ১০ লাখ টাকা।

বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৬ কোটি এক লাখ ৩৪ হাজার ৩৩৮টি। উদ্যোক্তা পরিচালকদের হাতে ৫১ দশমিক ৯৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ১৭ দশমিক ৯৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩০ দশমিক ০৬ শতাংশ।

মাইডাস ফিন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ, ২০১০ সালে ৩৫ শতাংশ এবং ২০০৯ সালে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছে।

সপ্তাহে ডিএসইতে দাম কমার শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- মাইডাস ফিন্যান্স (২৩ দশমিক ২৪ শতাংশ), মুন্নু স্ট্যাফলারস (১৪ দশমিক ৭১ শতাংশ), পঞ্চম আইসিবি মি. ফান্ড (১৩ দশমিক ৩০ শতাংশ), সমতা লেদার (১০ দশমিক ৭৬ শতাংশ), ষষ্ঠ আইসিবি মি. ফান্ড (৮ দশমিক ৪১ শতাংশ), প্রাইম ইসলামী লাইফ (৮ দশমিক ২৪ শতাংশ), অষ্টম আইসিবি মি. ফান্ড (৮ দশমিক ০৭ শতাংশ), কোহিনুর ক্যামিকেল (৭ দশমিক ৯২ শতাংশ), সিয়ামপুর সুগার মিল (৭ দশমিক ৭৮ শতাংশ) এবং বিডি ফিন্যান্স (৭ দশমিক ৪৫ শতাংশ)।

অর্থ বাণিজ্য