৩ দিন বন্ধের কবলে বেনাপোল বন্দর

৩ দিন বন্ধের কবলে বেনাপোল বন্দর

বৃহস্পতিবার শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও শুক্র, শনি সরকারি ছুটি থাকায় ৩ দিন বন্ধের কবলে পড়েছে বেনাপোল বন্দর। এ ছুটির ফলে বন্দর এলাকায় তীব্র পণ্যজট সৃষ্টির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

রোববার থেকে আবার স্বাভাবিক নিয়মে আমদানি, রফতানি বাণিজ্য চলবে বলে বন্দর সূত্রে জানা গেছে।

বন্দর সূত্রে জানা গেছে, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকায় বৃহস্পতিবার সকাল থেকে আমদানি পণ্য লোড, আনলোড ও আমদানি, রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। শনিবার আমদানি, রফতানি চললেও ব্যাংক বন্ধের কারণে ব্যবসায়ীদের অর্থ লেনদেন বন্ধ থাকবে। ফলে, এদিনও বন্দর গুদাম থেকে তারা পণ্য খালাস করতে পারছেন না। আমদানি পণ্য ডেলিভারি নিতে না পারায় বৃহস্পতি, শুক্র ও শনিবার ৩দিন বন্ধের কবলে পড়েছে স্থলবন্দর। রোববার থেকে স্বাভাবিক নিয়মে আমদানি, রফতানি বাণিজ্য চলবে।

বেনাপোল কাস্টমস কার্গো শাখার সুপার ইমতিয়াজ আহম্মেদ জানান, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটিতে সকাল থেকে আমদানি, রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে ভারত থেকে আমদানি পণ্য নিয়ে আসা পণ্যবাহী খালি ট্রাকগুলোকে ভারতে ফেরত পাঠানোর জন্য বিশেষ ব্যবস্থায় কাস্টমস কার্গো শাখা খোলা রাখা হয়েছে।

অর্থ বাণিজ্য