দলে ফিরলেন যুবরাজ ও হরভজন

দলে ফিরলেন যুবরাজ ও হরভজন

সেপ্টম্বরে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ ও চলতি মাসে নিউজিল্যান্ডর বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। টেস্ট দলে অন্তর্ভুক্ত না হলেও টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন যুবরাজ ও হরভজন সিং।

ক্যান্সার থেকে সেরে উঠার পর জাতীয় দলে ফিরতে মরিয়া ছিলেন যুবরাজ। কঠোর অনুশীলন করেছেন জাতীয় ক্রিকেট একাডেমিতে। যদিও তার মাঠে ফেরার বিষয়টি নির্ভর করছিলো ফিটনেসের ওপর। চিকিৎসকরা ইতিবাচক রির্পোট দেওয়ায় তাকে নিতে দ্বিতীয়বার চিন্তা-ভাবনা করেননি নির্বাচকরা। প্রাথমিক ৩০ সদস্যের দলেও ছিলেন বাঁহাতি এই ক্রিকেটার।

তবে ফর্ম খরায় থাকা হরভজন সিং টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্ত হয়েছেন অতীতের রেকর্ড বিবেচনায়। পিঠের চোটে আক্রান্ত হওয়ার আগে সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন গত জুলাইয়ে। এরপর জাতীয় দলের বাইরে তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র গত দুই আসরে কলকাতা নাইটরাইডার্সের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করে নির্বাচকদের দৃষ্টি কেড়েছেন ৩০ বছর বয়সী লক্ষ্মীপতি বালাজি। পুরস্কার হিসেবে বালাজিকে দলে রেখেছেন তারা। এছাড়া পেসার হিসেবে অশোক দিন্দাকে দলে রাখার পাশাপাশি আছেন অভিজ্ঞ জহির খান ও ইরফান পাঠান।

এদিকে বিশ্রামের পর টেস্ট দলে ফিরেছেন শচীন টেন্ডুলকার। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে খেলেননি লিটন মাস্টার। শচীন ফিরলেও আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের দলে জায়গা পাওয়া নিয়ে সংশয় ছিলো। তবে সবকিছুর অবসান ঘটিয়ে নির্বাচকদের দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি। এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে জ্বলে উঠতে পারেননি অভিজ্ঞ লক্ষ্মণ।

টেস্ট দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, আর অশ্বিন, জহির খান, প্রজ্ঞান, ওঝা, উমেশ যাদব, আজিঙ্ক্য রাহানে, পিযুশ চাওলা, ইশান্ত শর্মা ও সুরেশ রায়না।

টি-টোয়েন্টি দল: ধোনি (অধিনায়ক), গৌতম, শেবাগ, রায়না, কোহলি, যুবরাজ সিং, ইরফান পাঠান, অশ্বিন, জহির, লক্ষ্মপতি বালাজি, অশোক দিন্দা, রোহিত শর্মা, পিযুশ, হরভজন সিং ও মনোজ তিওয়ারি।

খেলাধূলা