২০০ মিটার জিতে কিংবদন্তি হলেন উসাইন বোল্ট

২০০ মিটার জিতে কিংবদন্তি হলেন উসাইন বোল্ট

কিংবদন্তি হতে চেয়েছিলেন গতি মানব উসাইন বোল্ট, হয়ে গেলেন। প্রথম অ্যাথলেট হিসেবে পর পর দুই অলিম্পিকের স্প্রিন্ট ইভেন্টে ‘ডাবল’ জিতলেন।

তিনি সময় নিয়েছেন ১৯.৩২ সেকেন্ড। বেইনিংয়ে নিজের গড়া অলিম্পিক রেকর্ডের চেয়ে ০.০২ সেকেন্ড বেশি লেগেছে লন্ডনে। চার বছর আগে বেইজিংয়ে ১৯.৩০ সেকেন্ডে ২০০ মিটার জিতেছিলেন। আর পরের বছর বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১৯.১৯ সেকেন্ডে নামিয়ে এনে বিশ্ব রেকর্ড বানিয়ে রেখেছেন।

সে যাই হোক, রেকর্ড ভাঙ্গা গড়ার মধ্যে থাকে। কিন্তু পদকে কেউ ভাগ বসাতে পারে না। তিনি লন্ডনে ১০০ মিটারের পর ২০০ মিটার জিতে হয়ে গেলেন কিংবদন্তি। অ্যাথলেটিক্সের বিস্ময় হয়তো আরেকটি পদকের জন্য অপেক্ষা করছেন, ১০০ মিটার রিলেতে। বেইজিং অলিম্পিক গেমসে যে তিনটি সোনার পদক জিতেছিলেন তারমধ্যে ১০০ মিটার রিলে ইভেন্টটিও ছিলো।

ওহ, রেকর্ড আরেকটি হয়েছে। তার আগে কোন অ্যাথলেট ২০০ মিটারে পর পর দু’বার অলিম্পিক পদক জেতেনি।

১০০ মিটারে রৌপ্য জয়ী বোল্টের স্বদেশী ইয়োহান ব্লেক হয়েছেন দ্বিতীয়। বোল্টের ছায়ায় এখানেও তিনি আড়াল হয়ে গেলেন। ১৯.৪৪ সেকেন্ড লেগেছে তার। ব্রোঞ্জ পদকটিও জ্যামাইকার দখলে। ওয়ারেন উইয়ার তৃতীয় হয়েছেন ১৯.৮৪ সেকেন্ডে।

 

খেলাধূলা