২০১১ সালের ১৩ আগস্ট ভয়ানক এক সড়ক দুর্ঘটনায় মারা যান তারেক মাসুদ, মিশুক মুনীরসহ আরো ৫জন স্বপ্নচারীমানুষ।
তাদের প্রথম মুত্যুবার্ষিকী উপলক্ষে ‘তারেক-মিশুক স্মৃতি পর্ষদ’ থেকে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ১২ আগস্ট সকাল ৯টায় মিশুক মুনীরের বনানী কবরে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর ১১টায় পাবলিক লাইব্রেরীতে তারেক মাসুদের চলচ্চিত্র ‘রানওয়ে’ এবং মিশুক মুনীরের আলোকচিত্র প্রদর্শীত হবে।
একই দিনে দুপুর ২টা ৩০ মিনিটে রোকেয়া হল সংলগ্ন সড়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক তারেক মাসুদ ও মিশুক মুনীরের স্মৃতি ভাস্কর্য স্খাপন করবেন। সবশেষে বিকেল ৩টায় পাবলিক লাইব্রেরীতে স্মরনসভা ও তারেক মাসুদের নির্মিত প্রামাণ্যচিত্র দেখানোর আয়োজন করা হয়েছে।