নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, সব ধর্মেই পাপীদের বিচারের বিধান রয়েছে। মুক্তিযুদ্ধের সময় যারা হত্যা, ধর্ষণ, লুণ্ঠন ও অগ্নিসংযোগ করেছে তারাই পাপী। এসব পাপী যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশকে পাপমুক্ত করতে হবে।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজধানীর স্বামীবাগ আশ্রমে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) আয়োজনে তিন দিনব্যাপী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাজাহান খান অভিযোগ করে বলেন, বিরোধী দল যুদ্ধাপরাধের বিচারের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। তারা মুখে গণতন্ত্রের কথা বলছে, আর আন্দোলনের নামে নিরপরাধ দরিদ্র গাড়ি চালককে পুড়িয়ে হত্যা করছে।
তিনি আরো বলেন, সকল ধর্মের মানুষ মিলিতভাবে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা সবাই সংখ্যাগুরু। অপরদিকে যারা বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে না, দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না- তারাই সংখ্যালঘু। হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ কিংবা অন্য ধর্মের মানুষরা সংখ্যালঘু নন।
স্বামীবাগ আশ্রমের সেবায়েত যশোদা নন্দন আচার্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. অসীম কুমার সরকার, বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) সভাপতি সত্যরঞ্জন বাড়ৈ, সাবেক সভাপতি কৃষ্ণ কীর্তন ব্রহ্মচারী, বর্তমান সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী প্রমুখ।