প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট বিক্রি করা যাবে না: এসইসি চেয়ারম্যান

প্রিমিয়াম নিয়ে প্লেসমেন্ট বিক্রি করা যাবে না: এসইসি চেয়ারম্যান

প্রিমিয়াম নিয়ে আর কোনো কোম্পানির পরিচালনা পর্ষদ প্লেসমেন্ট শেয়ার বিক্রি করতে পারবে না। এ ব্যাপারে শিগগিরই নীতিমালা করা হবে বলে জানিয়েছেন নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশিনের (এসইসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন।

বৃহস্পতিবার আর্মি গলফ গার্ডেনে ডিএসই আয়োজিত অনুমোদিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সম্প্রতি অতিরিক্ত প্রিমিয়াম নিয়ে কোম্পানির প্লেসমেন্ট বিক্রি করে আইপিওতে অর্ধেক দামে শেয়ার বিক্রির পরিপ্রেক্ষিতে তিনি একথা জানান।

এসময় তিনি ডিএসইর অনুমোদিত প্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করে বাজারকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সম্মেলনে উপস্থিতি ছিলেন, এসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, সদস্য মো. আব্দুস সালাম শিকাদার, মাহবুবুল আলম, ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোশাররফ এম হোসেন, প্রেসিডেন্ট মো. রকিবুর রহমান, আহমেদ ইকবাল হাসান, পরিচালক মিনহাজ মান্নান ইমন, আহসানুল ইসলাম টিটু প্রমুখ।

অর্থ বাণিজ্য