বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান বলেছেন, বঙ্গবন্ধু যখন অর্থনৈতিক মুক্তির জন্য সাধারণ মানুষকে নিয়ে সংগ্রাম করছিলেন তখনই দেশদ্রোহী ঘাতকরা তাঁকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। এর ফলে স্বাধীনতার ৪০ বছরেও বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব হয়নি।
বুধবার অফিসার্স ক্লাবে ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (উপেক) আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি প্রকৌশলী মোল্লা মো. আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী একেএম রহমত উল্লাহ, জনস্বাস্থ্য অধিদফতরের প্রধান প্রকৌশলী নুরুজ্জামান, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী কফিল আহমেদ ভূঁইয়াসহ নেতারা বক্তব্য রাখেন।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীরাই মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে দেশকে অস্থীতিশীল করে তুলছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিরোধী দলের চলমান দাবি প্রসঙ্গে ফারুক খান বলেন, আন্দোলন সংগ্রাম করে করে কোনো সমস্যার সমাধান হবে না। একমাত্র আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হতে পারে।
অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী বলেন, ৭১ এর ঘাতকরা প্রতিশোধ নিতে ৭৫ এর হত্যাকাণ্ড ঘটিয়েছে। এ ঘাতকরা এখনো আমাদের চারপাশে ওঁৎ পেতে রয়েছে। তারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়। এদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনার শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তিনি আহবান জানান।