কোরআনের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন শুক্রবার

কোরআনের বিশেষ ওয়েবসাইট উদ্বোধন শুক্রবার

বাংলা, আরবি ও ইংরেজি ভাষায় উচ্চারণ, অনুবাদ ও অডিওসহ কোরআন শরীফের বিশেষ ওয়েবসাইট তৈরি করেছে ধর্ম মন্ত্রণালয়।

ইংরেজি ও আরবি ভাষায় কোরআন শরীফের উচ্চারণসহ অডিও এবং ভিজুয়ালাইজেশনও থাকবে এই ওয়েব সাইটে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী শুক্রবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ ওয়েবসাইটের উদ্বোধন করবেন।

ধর্ম সচিব আবদুল আউয়াল বুধবার সাংবাদিকদের এ কথা জানান।

আব্দুল আওয়া জানান, www.quran.gov.bd ওয়েবসাইটটি তৈরিতে ব্যয় হয়েছে ৬০ লাখ টাকা।

ধর্ম সচিব বলেন, “এ ওয়েবসাইটে তিন ভাষায় কোরআন পড়া ও শোনা যাবে।”

তিনি বলেন, “আরবি ও বাংলা উচ্চারণসহ কোরআন শরিফের অনুবাদ সিডিতেও পাওয়া যাবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ডিজিটাল কোরআন শরিফের ১৫ হাজার সিডি বিনামূল্যে দেওয়া হবে।”

সচিব জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ২০১০ সালের ডিসেম্বর মাসে আল কোরআনের এ ডিজিটাল ওয়েবসাইট তৈরির কাজ শুরু করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রধান অধ্যাপক আবু বকর সিদ্দিক এবং ঢাকার আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. ইয়াকুব আলীর নেতৃত্বে একটি সম্পাদনা পরিষদের পুরো বিশুদ্ধ উচ্চারণ পদ্ধতি এবং অনুবাদের কার্যক্রম তদারকি করেছেন।

তারা প্রায় ১০ মাস ধরে এ প্রক্রিয়া শেষ করার পর ওয়েবসাইটে অন্তর্ভূক্তির কাজ শুরু হয়। এতেও সময় লেগেছে প্রায় পাঁচ মাস। ঢাকার তথ্য-প্রযুক্তি প্রতিষ্ঠান  ‘বেইজ লি’ এর পুরো তথ্য সংযুক্তির কাজটি সম্পন্ন করেছে। এতে বুয়েট, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং আইটি বিশেষজ্ঞ মোস্তফা জাব্বার পরামর্শ দিয়ে সহায়তা করেছেন।

বাংলাদেশ