একশ্রেণীর সুশীল সমাজ গ্রামীণ ব্যাংক নিয়ে মায়াকান্না শুরু করেছে: হানিফ

একশ্রেণীর সুশীল সমাজ গ্রামীণ ব্যাংক নিয়ে মায়াকান্না শুরু করেছে: হানিফ

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, সরকার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তারপরও একশ্রেণীর সুশীল সমাজ গ্রামীণ ব্যাংক রক্ষার নামে মায়াকান্না শুরু করেছে। সরকার শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের সম্পদ ও মালিকানা দেখার জন্য তদন্ত কমিটি করে দিয়েছে।

বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মিলন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হানিফ বলেন, সরকার যেহেতু জনগণের জানমাল সংরক্ষণের অধিকার রাখে, তাই গ্রামীণ ব্যাংকের বিভিন্ন কার্যাবলীও দেখার অধিকার রয়েছে। গ্রামীণ ব্যাংকের মালিকানা ও সম্পদ দেখার জন্যই তদন্ত কমিটি করা হয়েছে।

তিনি বলেন, যারা গ্রামীণ ব্যাংকের ৫৪টি সহযোগী প্রতিষ্ঠান থেকে হাজার হাজার কোটি টাকা লুট করেছেন, তাদের ছাড় দেওয়া হবে। কেউই আইনের উর্ধ্বে নয়। নোবেল পাওয়ায় ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিচ্ছে-এটি ডাহা মিথ্যা। তবে বিদেশি তাঁবেদাররাও মায়াকান্না শুরু করেছে। কিন্তু আমেরিকাতেও নোবেল পুরস্কারপ্রাপ্তদের বিচারের নজির রয়েছে। মুহম্মদ ইউনূস শুধু নোবেল বিজয়ী নন, ছিয়াশি লাখ গ্রাহকের গ্রামীণ ব্যাংকের বেতনভুক্ত ব্যবস্থাপনা পরিচালকও।

আগামী জাতীয় নির্বাচনের ব্যাপারে হানিফ বলেন, নির্বাচন কমিশনের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। বিএনপির যদি কোনো পরামর্শ থাকে, তবে তা সংসদে এসেই দিতে হবে।

তিনি আরো বলেন, অনেকেই বলতেন, খালেদা জিয়া পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছেন। জনগণের প্রতি তার কোনো দায়িত্ববোধ নাই।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের(বিএমএ) মহাসচিব অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. বদিউজ্জামান ডাবলু, স্বাচিপের মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সনাল প্রমুখ।

বাংলাদেশ