গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাহফুজুল বারী চৌধুরী।
এর আগে তিনি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন।
গত মঙ্গলবার গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ তাকে এ নিয়োগ দেন।
এর আগে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তাকে নিয়োগের বিষয়ে অনাপত্তি দেয়। এরই ধারাবাহিকতায় বুধবার তিনি কোম্পানিটিতে যোগদান করেন।
কোম্পানিটিতে যোগ দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘‘গোল্ডেন লাইফের কার্যক্রমে যে স্থবিরতা দেখা দিয়েছে, আমি তা দূর করার চেষ্টা করবো। এবং গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে আন্তরিকতা ও সততার সঙ্গে কাজ করবো।”
এসময় উপস্থিত ছিলেন, কোম্পানির পরিচালক সৈয়দ মুনসেফ আলী, আজিজুর রহমান খান ও শামসুর রহমান।
কোম্পানিটির পরিচালক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মুনসেফ আলী বলেন, ‘‘আগামী ১২ আগস্ট আমরা বোর্ড মিটিং করবো। এতে কোম্পানির পরিচালনা পর্ষদের ৭ জন সদস্যই উপস্থিত থাকবেন। একই সঙ্গে আইডিআরএ’র প্রতিনিধিও উপস্থিত থাকবেন। এমনকি ১২ আগস্টের মধ্যেই আমরা প্রতিষ্ঠানটির সব কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন-বোনাস পরিশোধ করবো।’’
তিনি বলেন, ‘‘আইডিআরএ আমাদের ৩০ থেকে ৬০ দিনের মধ্যে সব সমস্যা সমাধানের নির্দেশ দিয়েছে। আমরা এ সময়ের মধ্যেই এর সমাধান করবো। গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই।’’
প্রসঙ্গত, গত ১৬ মে প্রতিষ্ঠানটির তেজগাঁওয়ের প্রধান কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের দুই গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ভাংচুরের ঘটনাও ঘটে। পরবর্তীতে ২২ মে কোম্পানির পরিচালনা পর্ষদ ২১ জন কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেয়। এর আগে ১৭ মে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামে ২০ কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়। এসব ঘটনার ফলে কোম্পানিটিতে অচলাবস্থার সৃষ্টি হয়।
সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে আইডিআরএ।