বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।
বুধবার দুপুরে এক শোক বিবৃতিতে তিনি বলেন, আল্লামা আজিজুল হকের মৃত্যুতে জাতি একজন সৎ, উদার ও দেশপ্রেমিক আলেমকে হারাল।
প্রতিমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।