‘হার হাত মে ফোন’ বা সব হাতে ফোন নামে একটি গণমুখী উদ্যোগ হাতে নিয়েছে ভারত সরকার। এ উদ্যোগের আওতায় দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী পরিবারকে বিনামূল্যে একটি করে মোবাইল ফোন সেট দেওয়া হবে।
১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মনমোহন সিং প্যাকেজটির আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানা গেছে। প্যাকেজে সরকারের খরচ ধরা হয়েছে ৭ হাজার কোটি রুপি।
প্যাকেজের ব্যাপারে সরকারি সূত্রে আরো জানা গেছে, দরিদ্র ৬০ লাখ পরিবারকে একটি করে ফোন সেট দেওয়া হবে এবং সাথে থাকছে ২শ’ মিনিট ফ্রি টকটাইম।
তবে, ২০১৪ সালে সাধারণ নির্বাচনকে সামনে রেখেই কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার এ উদ্যোগ নিয়েছে বলে মনে করছে বিজেপি। তারা বলছে, ভোটারদের মন জয় করতেই সরকারের এ উদ্যোগ।
এ ব্যাপারে বিজেপি নেতা বলবীর পুঞ্জ বলেন, “এর আগে দরিদ্র অঞ্চলগুলোতে বিদ্যুতের ব্যবস্থা করা উচিৎ। বিদ্যুৎই যদি না থাকে তাহলে মানুষ মোবাইল ফোনের ব্যাটারি চার্জ করবে কীভাবে?”
তিনি এ উদ্যোগের স্বচ্ছতা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন।
অবশ্য নির্বাচনের আগে এ ধরনের প্রতিশ্রুতি বা উদ্যোগ গ্রহণে বিজেপিও কোন অংশে কম যায় না। ২০০৯ সালের সাধারণ নির্বাচনের সময় তারা বরং বর্তমান কংগ্রেস সরকারের চেয়ে এক ধাপ এগিয়েই ছিল। সে সময় ‘ভিশন ডক্যুমেন্ট’ ইশতেহারে দরিদ্র সব পরিবারকে একটি করে ‘স্মার্টফোন’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা।
এদিকে, এ উদ্যোগ নিয়ে খোদ সরকারের মধ্যেই অনেকে সংশয় প্রকাশ করেছেন। কেউ আশঙ্কা করছেন, দরিদ্র পরিবারগুলো হয়ত ফোন সেট পাওয়ার পর বেচে দেবে।
এমন উদ্বেগ প্রকাশ করে ভারতের সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশনের সদস্য রাজন ম্যাথুস বলেন, “সেটগুলো বেচে দেওয়া হবে না সে ব্যাপারে সরকারকে নিশ্চয়তা দিতে হবে। এছাড়া, গ্রামাঞ্চলের অবকাঠামো এ উদ্যোগ বাস্তবায়নে সমস্যা সৃষ্টি করবে।”
অধিকন্তু ওই দরিদ্র পরিবারগুলো মোবাইলের ব্যালেন্স রিচার্জ করার সামর্থ রাখে কি না সে নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।