সীমান্ত সংলগ্ন সিনাই উপদ্বীপে মিসরের বিমান বাহিনীর অভিযানে কমপক্ষে ২০ জন নিহত হয়েছে। গত রোববার সীমান্তে একদল বন্দুকধারীর হামলায় ১৬ জন সীমান্তরক্ষী নিহত হওয়ার প্রতিক্রিয়ায় বুধবার এ অভিযান চালায় মিসর।
মিসরের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আল আহরাম জানিয়েছে, বুধবার সিনাই উপদ্বীপের গাজা সীমান্ত সংলগ্ন এলাকায় বিমান অভিযান চালানো হয়। রোববারের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন জঙ্গিদের উদ্দেশ্যে এ অভিযান চালানো হয়। তবে তাদের এখনো পর্যন্ত নিশ্চিতভাবে সনাক্ত করা যায়নি।
গাজা থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে শেখ জোয়াইদ শহরে মূলত হামলা চালানো হয়। এ শহরের একজন প্রত্যক্ষদর্শী জানান, দু’টি জেট বিমান হামলায় অংশ নেয়। অপর একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বিমান থেকে হামলায় তিনটি গাড়ি ধ্বংস হয়েছে।
এ ব্যাপারে একজন সেনা কমান্ডার বলেছেন, “আমরা আল তোমাহ গ্রামে একটি সফল অভিযান চালিয়েছি। অভিযানে তিনটি অস্ত্রসজ্জিত গাড়িসহ ২০ জন সন্ত্রাসী নিহত হয়েছে।”
উল্লেখ্য, গত রোববার মিসরের সিনাই সীমান্তে ইসরায়েলে অনুপ্রবেশে বাধা দেওয়ায় ১৬ মিসরীয় সীমান্তরক্ষীকে গুলি করে হত্যা করে একদল বন্দুকধারী। হামলায় আহত হয় আরো ৭ জন। এ সময় ইসরায়েলি সেনাদের গুলিতে হামলাকারী পাঁচ জন বন্দুকধারী নিহত হয় বলেও জানা যায়।