সিরিয়ার অপহৃত ৪৮ ইরানি নাগরিকের মধ্যে বেশ কয়েকজন ইরানের রেভ্যুলুশনারি গার্ড ও সেনাবাহিনীর সাবেক সদস্য বলে এক বিবৃতিতে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তবে তাদের সিরিয়া আগমনের উদ্দেশ্য সম্পূর্ণ অসামরিক এবং চলমান সংঘাতে তাদের কোনও সংশ্লিষ্টতা ছিলো না বলে দাবি করা হয় ওই বিবৃতিতে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আলি আকবর সালেহি বুধবার দেওয়া বিবৃতিতে দাবি করেন ধর্মীয় পবিত্র স্থান পরিদর্শনের জন্যই সিরিয়া গমন করেন অপহৃতরা।
উল্লেখ্য, সিরিয়ার রাজধানী দামেস্কের বিমান বন্দর সংলগ্ন সড়ক থেকে শনিবার একদল ইরানি নাগরিককে অপহরণ করে সিরিয়ার বিদ্রোহীরা।
বিদ্রোহীরা দাবি করছে অপহৃতরা সিরীয় শাসকচক্রের পক্ষে গুপ্তচর বৃত্তি করছিলো। অপরদিকে অভিযোগ প্রত্যাখ্যান করে ইরান দাবি করে অপহৃতরা সবাই বেসামরিক নাগরিক।
এদিকে অপহরণের একদিন পর রোববার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে অপহরণকারীদের নেতা নিজেকে ফ্রি সিরিয়ান আর্মির আল বারা ব্রিগেডের ক্যাপটেন আব্দুল নাসের শুমাইর বলে পরিচয় দিচ্ছেন। এ সময় ইরানি নাগরিকদের অপহরণের দায়িত্ব স্বীকার করেন তিনি। সরকারি বাহিনীর গোলাবর্ষণের আঘাতে ইতিমধ্যে তিন অপহৃত মারা গেছেন বলে জানান তিনি। সরকারি বাহিনী নির্বিচারে গোলাবর্ষণ বন্ধ না করলে বাকি বন্দীদেরও হত্যা করা হবে বলে এ সময় হুমকি দেন তিনি।
আটক বন্দীদের ব্যাপারে তার কাছে গোয়েন্দা তথ্য আছে বলে দাবি করেন তিনি। বন্দী ইরানি নাগরিকরা রেভ্যুলুশনারি গার্ডের সদস্য এবং তারা বাশার আল আসাদ শাসক চক্রকে রক্ষার জন্যই সিরিয়ায় এসেছে বলে এ সময় দাবি করেন তিনি। অপহৃতদের ব্যাপারে এখনও তদন্ত চলছে বলে জানান তিনি। এছাড়া খুব শিগগিরই তার দাবির স্বপক্ষে প্রমাণ ও অপহৃতদের স্বীকারোক্তি প্রকাশ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
তবে ইরান এ অভিযোগ অস্বীকার করে বলেছে দামেস্কের বিমানবন্দর থেকে সাইয়েদা জয়নাবের মাজার পরিদর্শনের উদ্দেশ্যে যাত্রার সময় অপহরণের শিকার হন ওই ইরানি নাগরিকরা।
এদিকে অপহৃত ইরানি নাগরিকদের উদ্ধার ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানিয়েছে ইরান। অপহৃতদের ভাগ্যে খারাপ কিছু ঘটলে এর দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে বলে এর আগে হুঁশিয়ারি দেয় তারা।
যুক্তরাষ্ট্র সিরিয়ার বিদ্রোহী দলগুলোকে সমর্থন করছে এবং সিরিয়ার ভেতর অস্ত্র প্রবেশ করাচ্ছে বলেও ওই বিবৃতিতে দাবি করে ইরান।