জয় দিয়ে সফর শেষ ভারতের

জয় দিয়ে সফর শেষ ভারতের

শ্রীলঙ্কার বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে ভারত। বিরাট কোহলির অর্ধশতক এবং অশোক দিন্দা ও ইরফান পাঠানের মারাত্মক বোলিংয়ে তারা ৩৯ রানে হারিয়েছে স্বাগতিকদের। ৪-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি ম্যাচে লঙ্কাকে হারিয়ে জয় দিয়েই সফর শেষ করেছে মহেন্দ্র সিং ধোনির দল।

ভারত: ১৫৫/৩ (ওভার ২০)
শ্রীলঙ্কা: ১১৬/ (ওভার ১৮)
ফল: ভারত ৩৯ রানে জয়ী

ঘরের মাঠে লঙ্কানদের দারুণ নাকানি চুবানি দিয়েছে ভারত। পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন ভারতীয় ক্রিকেটাররা। ধারাবাহিক পারফরমেন্স করেছেন সহঅধিনায়ক বিরাট কোহলি, উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর, অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, মনোজ তিওয়ারি ও বীরেন্দ্র শেবাগ। দ্যুতি ছড়িয়েছেন বোলার ইরফান পাঠান, জহির খান, অশোক দিন্দা ও রবিচন্দ্র অশ্বিন। সব কিছু মিলে সফরকারীদের সঙ্গে পেরে উঠেনি শ্রীলঙ্কা। সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে। স্বাগতিকদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ভারত উঠেছে র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে।

সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ব্যতিক্রম কিছু ঘটেনি। যথারীতি হেরেছে শ্রীলঙ্কা। পেল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৫৫ রান তুলে ভারত। বিরাট কোহলি ৬৮ ও সুরেশ রায়না অপরাজিত ৩৪ রান করেন। ১১টি চার ও ১টি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান সিরিজ সেরা কোহলি।

জবাবে খেলতে নেমে ভারতের বোলিং তোপে পড়ে শ্রীলঙ্কা। শুরুতে ইরফান পাঠানের গতি ঝড়ে লণ্ডভণ্ড হয় স্বাগতিকরা। দলের ৩৫ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। সাজঘরে ফেরেন মাহেলা জয়াবর্ধনে (২৬), তিলকারত্নে দিলশান (০) ও উপুল থারাঙ্গা (৫)। তিনজনকেই প্যাভিলিয়নের পথ দেখান ম্যাচ সেরা ইরফান।

পরপর তিন উইকেট খুইয়ে আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। এরপর একাই চার উইকেট নিয়ে তাদের ইনিংস গুঁড়িয়ে দেন পেসার দিন্দা। জয় না পেলেও শেষপর্যন্ত লাহিরু থিরিমান্নের ২০ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ৩১ রানের কল্যাণে ১১৬ রান করতে পারে শ্রীলঙ্কা।

খেলাধূলা