১৫ আগস্ট নিয়ে খালেদা জিয়া বাড়াবাড়ি করছেন: অ্যাড. কামরুল

১৫ আগস্ট নিয়ে খালেদা জিয়া বাড়াবাড়ি করছেন: অ্যাড. কামরুল

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, “১৫ আগস্ট জাতির জন্য চরম শোকের একটি দিন। এ দিন নিয়ে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া বাড়াবাড়ি করছেন। তিনি জাতির জনকসহ দেশবাসীকে নিয়ে ব্যঙ্গ করে যাচ্ছেন।”

মঙ্গলবার বিকালে রাজধানীর অফিসার্স ক্লাবে কচুয়া উপজেলা সমিতি, ঢাকা আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও ইফতার অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলেন তিনি।

অ্যাড. কামরুল বলেন, “সারা দেশের মানুষ যখন ১৫ আগস্ট নিয়ে শোকে ব্যথাতুর, খালেদা জিয়া তখন মহা উল্লাসের সঙ্গে নিজের জন্মদিন পালন করে যাচ্ছেন। তার এমন আচরণে দেশবাসী ক্ষুদ্ধ। এটা তার প্রকৃত জন্মদিন নয়, এটা রাজনৈতিক জন্মদিন। জাতি এ ধরনের আচরণের জবাব দিবে।”

তিনি আরো বলেন, “বিশ্ব যেখানে জাতির জনকের জন্য সম্মান দিতে কুণ্ঠাবোধ করে না, তখন খালেদা জিয়া জামায়াতের সমর্থন নিয়ে জাতির জনকের জন্মদিন নিয়ে ব্যঙ্গাত্মক আচরণ করে যাচ্ছেন। এ আচরণের নেপথ্যে জামায়াত ইন্ধন দিয়ে যাচ্ছে। এগুলো করার মাধ্যমে তারা মূলত স্বাধীনতা বিরোধী শক্তিদের উস্কে দিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানোর এটাও একটা পাঁয়তারা।”

অনুষ্ঠানের প্রধান অতিথি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কচুয়া উপজেলার সমিতির সভাপতি ড. মহিউদ্দিন খান আলমগীর বলেন, “রমজান মাস উপলক্ষে অন্তত সবাইকে সংযমী হওয়া উচিত। আত্মসংবেদনশীল না হতে পারলে উন্নয়ন করা সম্ভব নয়।”

অনুষ্ঠানে বক্তব্য দেন যোগাযোগ মন্ত্রণালয়ের উপ সচিব মিজানুর রহমান, কচুয়া উপজেলা সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব প্রমুখ।

রাজনীতি